শিরোনাম :
উৎসবের মিছিলের জন্য প্রস্তুত সারা বাংলা!
৪ জানুয়ারি, বুধবার, বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ প্রতিবেশি ভারত।
বিজয়মঞ্চ প্রস্তুত, লেখা হবে আরেকটি ইতিহাস। জয়ের উল্লাসে মাতবে সারা দেশ। বাংলার কোটি ভক্ত আজ তাকিয়ে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে দিকে।
যেখানে লেখা হয়ে যেতে পারে বাংলাদেশের আরেকটি স্বর্ণালী ইতিহাসের। কারণ আজ যে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপার লড়াইয়ে মাঠে নামছে কৃষ্ণা, সানজিদা, মারিয়ারা।
দেশের কোটি ভক্তের দোয়া আর ভালবাসা এবং লাল-সবুজ পতাকার চেতনা বুকে ধারণ করে আজ মাঠে নামবে মেয়েরা। ১৪ বছর পর হয়তো সাফের ট্রফি আবারও ঘরে আসতে পারে। ভারত হ্যাটট্রিক চ্যাম্পিয়ন এবং দক্ষিণ এশিয়ার ফুটবল পরাশক্তি। এর আগের দেখাই একবারো ভারতের সাথে পেরে ওঠেনি বাংলাদেশ। যতবারই মুখোমুখি হয়েছে, বাংলাদেশ হেরেছে। অতীত নিয়ে পড়ে থাকলে চলেনা। এই মুহুর্তে অতীত পরিসংখ্যান নিয়ে বাংলাদেশ দল মাথা ঘামাতেও নারাজ। সবার চোখ জোড়া এখন শিরোপার দিকেই। কারণ এযে বদলে যাওয়া অন্য এক বাংলাদেশ। যারা মেয়েদের বিশ্বফুটবলে একের পর এক তাক লাগিয়ে যাচেছ।
তাইতো ভারত কোচ সাজিদ ইউসুফ দার যথেষ্ট সমীহর চোখেই দেখছেন বাংলাদেশকে। তিনি বলছিলেন, ‘এমন বদলে যাওয়া বাংলাদেশকে আমি কখনোই দেখিনি। যোগ্য দল হিসেবেই ওরা ফাইনালে উঠেছে। বাংলাদেশকে যথেষ্ট সমীহ করছি।’
কাল সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ গোলাম রব্বানীর মুখেও ঝরল সেই প্রশংসা, ‘এখানে যে ছয়জন ডিফেন্ডার নিয়ে এসেছি, ওদের সবাই অনূর্ধ্ব-১৬ দলের। ওদের নিয়ে একটা শঙ্কা ছিল আমার মনে। কিন্তু এখানে ওরা আমার সেই শঙ্কাটা উড়িয়ে দিয়েছে।’
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : সাবিনা আক্তার, শিউলি আজিম, শামসুন্নাহার, নার্গিস খাতুন, মাসুরা পারভীন, মাইনু মারমা, জাহান মৌসুমি, সিরাত জাহান স্বপ্না, সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, মারিয়া মান্দা।
এসএন/আরবি/আরপি/ ৪ জানুয়ারি, ২০১৭