ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঋণ ইনভেস্টিগেশন, ঋণ ফলো-আপ ও খেলাপী ঋণ আদায় সংক্রান্ত বিষয়ে ম্যানেজার, ইনচার্জ,...

ঋণ ইনভেস্টিগেশন, ঋণ ফলো-আপ ও খেলাপী ঋণ আদায় সংক্রান্ত বিষয়ে ম্যানেজার, ইনচার্জ, লোন ইনভেস্টিগেশন, ক্রেডিট অপারেশন, লোন রিকোভারী ডিপার্টমেন্টের কর্মী ও কর্মকর্তাদের সমন্বয়ে বিশেষ সেমিনার

0
266

ডিসিনিউজ।। ঢাকা
৮ জুলাই, ঢাকা ক্রেডিটের বি. কে. গুড কনফারেন্স হলে ঋণ ইনভেস্টিগেশন, ঋণ ফলো-আপ ও খেলাপী ঋণ আদায় সংক্রান্ত বিষয়ে ম্যানেজার, ইনচার্জ, লোন ইনভেস্টিগেশন, ক্রেডিট অপারেশন ডিপার্টমেন্ট, লোন রিকোভারী ডিপার্টমেন্টের কর্মী ও কর্মকর্তাদের সমন্বয়ে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ভাইস-প্রেসিডেন্ট পাপড়ী দেবী আরেং, সেক্রেটারি মাইকেল জন গমেজ, ট্রেজারার সুকুমার লিনুস ক্রুশ, ডিরেক্টর প্রত্যেশ রাংসা, ষ্টেলা হাজরা, নিরাপদ হালদার, ডন এ. অধিকারী, মনোজ ক্লেমেন্ট গমেজ, শিপন রোজারিও, ক্রেডিট কমিটির চেয়ারম্যান বার্নার্ড পংকজ ডি’রোজারিও, সেক্রেটারি মোশী মন্ডল, সদস্য উমা ম্যাগডেলিন গমেজ, সুশান্ত কুবি, সুপারভাইজরি কমিটির সেক্রেটারি সুহৃদ গমেজ, সদস্য পংকজ লরেন্স কস্তা, মারিয়া ডি’কুনা, মলয় নাথ, ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিও, চিফ অফিসারবৃন্দ এবং ঢাকা ক্রেডিটের সকল ডিপার্টমেন্ট এবং সেবাকেন্দ্রের ম্যানেজার/ইনচার্জ, ইনভেস্টিগেশন ও রিকোভারী কাজে নিয়োজিত কর্মী ও ক্রেডিট অপারেশন ডিপার্টমেন্টের কর্মীগণ।

এমআইএস বিভাগের ইন-চার্জ মিতা এম. পালমার প্রার্থনার মাধ্যমে সেমিনার শুরু হয়। স্বাগত বক্তব্য ও সেমিনারের উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, মেয়াদ উত্তীর্ণ ঋণ খেলাপীদের জামিনদারসহ নামের তালিকা প্রকাশ ও উত্তরণের উপায়, ১২ মাসের উর্ধ্বে খেলাপীদের জামিনদারসহ নামের তালিকা ও তাদের বিষয়ে করণীয় এবং বড় বড় বা কোটি টাকার উপর খেলাপীদের জামিনদারসহ নামের তালিকা ও আপডেট করণীয় সম্পর্কে আলোচনা করেন ডিরেক্টর নিরাপদ হালদার এবং ইনভেসটিগেশন ও রিকোভারি বিভাগের ম্যানেজার রিচার্ড এফ. রোজারিও। লোন ইনভেসটিগেশন এর বর্তমান ও নতুন কৌশলসমূহ নির্ধারণ সম্পর্কে আলোচনা করেন ক্রেডিট কমিটির চেয়ারম্যান বার্নার্ড পঙ্কজ ডি’রোজারিও এবং ক্রেডিট অপারেশন বিভাগের ম্যানেজার প্রবীণ পিউরীফিকেশন। লোন ফলো-আপ ও প্রস্তাবিত নতুন টিম গঠন এবং টিমের কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন সিইও লিটন টমাস রোজারিও। খেলাপী ঋণ আদায়ে রিকোভারী ম্যানেজার, সেবা কেন্দ্রের ম্যানেজার/ইনচার্জ ও খেলাপী ঋণ আদায় কর্মীদের ভূমিকা, কৌশল, পুরস্কার ও তিরস্কার সম্পর্কে আলোচনা করেন প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া এবং সেক্রেটারি মাইকেল জন গমেজ। প্রস্তাবিত নতুন লোন পলিসি সম্পর্কে আলোচনা করেন ক্রেডিট কমিটির সেক্রেটারি মোশী মন্ডল এবং ক্রেডিট অপারেশন বিভাগের ম্যানেজার প্রবীণ পিউরীফিকেশন।

ধন্যবাদ এবং সমাপনি বক্তব্য ও শেষ প্রার্থনা করেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট পাপড়ী দেবী আরেং। সেমিনারটি সঞ্চালনা করেন সেক্রেটারি মাইকেল জন গমেজ।