ঢাকা ,
বার : শুক্রবার
তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১৩ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঋণ তদন্ত ও খেলাপী ঋণ আদায় বিষয়ক প্রশিক্ষণ

ঋণ তদন্ত ও খেলাপী ঋণ আদায় বিষয়ক প্রশিক্ষণ

0
202

ডিসিনিউজ ।। বান্দুরা

বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানের কর্মীদের ঋণ তদন্ত ও খেলাপী ঋণ আদায় বিষয়ক প্রশিক্ষণ প্রদান করছে ঢাকা ক্রেডিট।

৯ সেপ্টেম্বর, ঢাকা ক্রেডিটের বান্দুরা বহুমুখী প্রকল্পের পিটার এ. গমেজ কনফারেন্স হলে ৮টি সমবায় সমিতির ১৬ জন প্রশিক্ষণার্থীকে এই প্রশিক্ষণ প্রদান করা হয়।

সকালে ঢাকা ক্রেডিটের মানবসম্পদ বিভাগের অফিসার শোভন পল ক্রুশের সঞ্চালনায় আসনগ্রহণ ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। প্রথমেই ঢাকা ক্রেডিটের সেলস্ ম্যনেজার এলিয়াস পিন্টু কস্তা শুভেচ্ছা বক্তব্য রাখেন। পরবর্তীতে ঢাকা ক্রেডিটের এডিশনাল সিইও ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন। এ সময় তিনি ঋণ তদন্ত ও খেলাপী ঋণ আদায় বিষয়ক প্রশিক্ষণের সংক্ষিপ্ত কর্মসূচী তুলে ধরেন।

প্রশিক্ষণে ঋণ তদন্ত কি, গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং দলীয় কাজের মাধ্যমে কেস স্ট্যাডি- এডিশনাল সিইও ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন; ঋণ তদন্তের বিবেচ্য বিষয়সমূহ ও ঋণ প্রদানপূর্বক তদন্ত ও যাচাই-বাছাই কার্যক্রম, ঋণের আইনগত দলিল প্রস্তুত ও সংরক্ষণ, খেলাপী ঋণ কি, খেলাপী ঋণ আদায়ের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, খেলাপী ঋণ আদায়ের প্রক্রিয়াসমূহ- ঢাকা ক্রেডিটের লোন ইনভেস্টিগেশন এন্ড রিকোভারি বিভাগের ম্যানেজার রিচার্ড ফ্রান্সিস রোজারিও বিষয়ভিত্তিক আলোচনা করেন। মুক্তালোচনায় প্রশিক্ষণার্থীরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

তুঁইতাল খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর ভাইস-চেয়ারম্যান এই প্রশিক্ষণের মাধ্যমে ঋণ তদন্ত ও ঋণের আইনগত দলিল প্রস্তুত এবং নতুন অনেককিছু শিখতে পেরেছেন বলে উল্লেখ করেন।

হিমু কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর লোন ম্যানেজার দুলাল বিশ্বাস জানান, তারা এই প্রশিক্ষণে যে সকল বিষয় শিখেছেন বা জানতে পেরেছেন সেই বিষয়গুলো তাদের কর্মকর্তাদের অবহিত করবেন এবং তিনি বিশ্বাস করেন এই প্রশিক্ষণ তাদের প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে সুফল বয়ে আনবে।

প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে সেলস্ ম্যনেজার এলিয়াস পিন্টু কস্তা সকল সমবায় প্রতিষ্ঠানের কর্মকর্তাদের এই প্রশিক্ষণে কর্মীদের অংশগ্রহণ করার সুযোগদানের জন্য ধন্যবাদ জানান।

শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়।