ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ঋণ খেলাপি রোধে সিসিএমএস সফট্ওয়্যার

ঋণ খেলাপি রোধে সিসিএমএস সফট্ওয়্যার

0
1126

ডিসি নিউজ:

কাককো ক্রেডিট মনিটরিং সিস্টেম (সিসিএমএস) – এটি একটি অনলাইন ভিত্তিক ডাটাবেস সফট্ওয়্যার। এর সার্ভারে সফট্ওয়্যারভুক্ত সমিতিসমূহের ঋণের ডাটা আপলোড করে সংরক্ষণ করা হয় এবং অধিকারপ্রাপ্ত নির্দিষ্ট ব্যবহারকারীগণ ঋণ আবেদন যাচাইয়ের ক্ষেত্রে উক্ত তথ্য ব্যবহার করতে পারেন।

সিসিএমএস গঠনের উদ্দেশ্য: খেলাপি প্রতিরোধ, ঋণ প্রদানের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা, ঋণ ঝুঁকি হতে সমিতিকে সুরক্ষা করা, সদস্য সমিতিসমূহের মধ্যে আন্তঃসম্পর্ক তৈরী করা ও ঋণ প্রদানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনসহ সচেতনতা বৃদ্ধি করার লক্ষে এই যুগপোযোগী সফট্ওয়্যার তৈরি করা হয়েছে।
সিসিএমএস গঠনের প্রয়োজনীয়তা;
খ্রীষ্টিয় সমাজে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সর্বাধিক প্রচলিত ও ব্যবহৃত মাধ্যম হলো সমবায় সমিতি/ক্রেডিট ইউনিয়ন। সদস্যদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে এই সমবায় সমিতি/ক্রেডিট ইউনিয়নসমূহের মূলধন গঠিত হয় এবং সদস্যদের প্রয়োজনে ঋণ প্রদান করাই এর মূল কাজ। অর্থাৎ সমবায় সমিতি/ক্রেডিট ইউনিয়নসমূহের মূলধনের প্রায় ৭০-৮০% বিনিয়োগ করা থাকে এই ঋণ খাতে।
বর্তমান সময়ে গ্রাম/শ্রেণী/ধর্ম/পেশা/এলাকা/অঞ্চলভেদে অনেক সমবায় সমিতি/ক্রেডিট ইউনিয়ন গড়ে উঠেছে। এর ফলে একই ব্যক্তির বিভিন্ন সমবায় সমিতি/ক্রেডিট ইউনিয়নে সদস্যপদ গ্রহণসহ ঋণ গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে। এ সুযোগের কারণে একই ব্যক্তি একাধিক সমিতিতে সদস্য হয়ে বিভিন্নভাবে ঋণ গ্রহণ করছেন। অপরিকল্পিত ঋণ গ্রহণের ফলে ঋণ খেলাপীর সংখ্যা আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে, যা সমিতিগুলোর জন্য হুমকি স্বরূপ।
কাককো ক্রেডিট মনিটরিং সিস্টেম” (সিসিএমএস) সফট্ওয়্যারটির মাধ্যমে সহজেই একজন ঋণ গ্রহীতাকে চিহ্নিত করা যাবে এবং একই ব্যক্তি কোন কোন সমিতি হতে কত পরিমাণে ঋণ গ্রহণ করেছেন ও ঋণটির বর্তমান অবস্থাসহ সমস্ত তথ্য জানা যাবে। ঋণ আবেদন যাচাই ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এটি সহায়ক হবে।


সিসিএমএস ব্যবহারে করণীয়ঃ
১। নির্দিষ্ট আবেদন ফরম পূরণ করে আবেদন করতে হবে।
২। প্রতি মাসের ১০ তারিখের মধ্যে সমিতির সকল ঋণগ্রহীতাগণের ডাটা সিসিএমএস -এর নির্দিষ্ট ফরম্যাটে Excel Sheet করে ই-মেইল ( (caccoltd@gmail.com) এর মাধ্যমে প্রেরণ করতে হবে।
৩। শুধুমাত্র দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি/অপারেটরদেরকেই সফ্টওয়্যার ব্যবহারের জন্য ওউ এবং চধংংড়িৎফ প্রদান করা হবে।
৪। সফ্টওয়্যার ইন্সটলেশন ফি’র সাথেই প্রথম মাসিক ফি প্রদান করতে হবে এবং প্রতি মাসের ১০ তারিখের মধ্যে উক্ত মাসের ফি প্রদান করতে হবে।
৫। সিসিএমএস ব্যবহার করার জন্য অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে এবং www.caccoltdbd.com এই ওয়েবসাইট থেকে সফ্টওয়্যারটি ব্যবহার করা যাবে।
সিসিএমএস সফ্টওয়্যার ইন্সটলেশন চার্জ ও মাসিক ফি নিম্নরূপ:

সিসিএমএস সফ্টওয়্যার ইন্সটলেশন চার্জ ও মাসিক

 কাককো ক্রেডিট মনিটরিং সিস্টেম (বর্তমানে সিসিএমএস এর সাথে অন্তর্ভুক্ত সমিতির সংখ্যা ১০টি এবং অন্তর্ভুক্তির প্রক্রিয়িাধীন রয়েছে ২টি সমিতি।
 প্রায় ৩৫,৫০০/- জন ব্যক্তি সদস্যের ঋণ তথ্যসহ সফট্ওয়্যারটি লাইভ অপরেশনে রয়েছে।
 নিরবচ্ছিন্ন সেবা দেওয়ার জন্য সার্বক্ষণিক সার্ভার চালু রাখার ব্যবস্থা করা হয়েছে।
 সফট্ওয়্যারটি নিয়মিত মনিটরিং করাসহ ব্যবহারকারীদের প্রয়োজনমাফিক সেবা প্রদানের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মী রয়েছে।


সিসিএমএস এর অন্তর্ভুক্ত সমিতিসমূহঃ
১। দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা
২। ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:
৩। দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:
৪। মঠবাড়ী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:
৫। পীরগাছা থাংয়ানি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:
৬। গারো কর্মজীবি সমবায় সমিতি লি:
৭। ঢাকা খ্রীষ্টান বহুমূখী সমবায় সমিতি লি:
৮। মাউছাইদ খ্রীষ্টান মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি:
৯। মাউছাইদ খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:
১০। গারো কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:
১১। রাঙ্গামাটিয়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:
১২। মহাখালী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: