ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা নোটিশ বোর্ড ঋণ সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি

ঋণ সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি

0
437

দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা-এর সম্মানিত সকল সদস্য-সদস্যা, কর্মকর্তা, কর্মীবৃন্দ ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, ২৪ জুলাই, ২০১৮ খ্রীষ্টাব্দে অনুষ্ঠিত সমিতির পরিচালকমন্ডলী, ক্রেডিট ও সুপারভাইজরি কমিটির ৩১তম যৌথ সভায় সমিতির ঋণ সংক্রান্ত নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ গৃহীত ও অনুমোদিত হয় যা ০১ আগষ্ট, ২০১৮ খ্রীষ্টাব্দ থেকে কার্যকর করা হবে।

০১। প্রোডাক্ট ঋণে (ব্যবসায়িক, ব্যবসায়িক সি.সি, শিল্প ঋণ, বাড়ী নির্মাণ এবং ফ্ল্যাট ক্রয় ঋণের ক্ষেত্রে) জমি/ফ্ল্যাট মর্টগেজ জামিনের ক্ষেত্রে জমি/ফ্ল্যাট এর মোট বর্তমান বাজার মূল্যের ৭০% মূল্য ঋণ বিবেচনা করা হবে।

০২। ব্যবসায়িক ঋণ, ব্যবসায়িক সি.সি ঋণ এবং শিল্পঋণসহ অন্যান্য বড় অংকের ঋণের ক্ষেত্রে আবেদনকারীর ব্যবসায়িক প্রতিষ্ঠানের ৩ বছরের ব্যালেন্স শীট এবং অডিট রিপোর্ট আবেদন পত্রের সাথে জমা দিতে হবে।

০৩। সাধারণ ঋণের ক্ষেত্রে ৩০% বুক সিউরিটি এবং ৭০% এমআইসিআর চেকের পরিবর্তে ৪০% বুক সিউরিটি এবং ৬০% এমআইসিআর চেক দিয়ে ঋণ নেয়া যাবে।

০৪। একটি পরিবারে সাধারণ ঋণ সর্বোচ্চ ৮০ লক্ষ টাকা এবং প্রোডাক্ট ঋণ সর্বোচ্চ ১০ কোটি টাকা প্রদান করা যাবে। তবে মোট ঋণের পরিমাণ ১০ কোটি টাকার বেশী হতে পারবে না।

০৫। ত্রি-পাক্ষিক চুক্তিনামা করে ফ্ল্যাট ঋণ গ্রহণের ক্ষেত্রে পলিসিতে বিদ্যামান অন্যান্য সকল শর্ত পূরণসহ অতিরিক্ত জামিন হিসাবে ২০% বুক সিউরিটি প্রদান করতে হবে। ফ্ল্যাট মর্টগেজ করে দেওয়ার পর উক্ত বুক সিউরিটি বাদ দেয়া যাবে।

০৬। প্রোডাক্ট ঋণের ক্ষেত্রে আবেদকারীর বয়স সর্বোচ্চ ৬০ বছর পর্যন্ত বিবেচনা করা হবে। তবে উপার্জনশীল আবেদনকারীর ক্ষেত্রে ওয়ারিশগণের এমআইসিআর চেক ও অঙ্গীকারনামা প্রদান সাপেক্ষে ঋণ অনুমোদন করা যেতে পারে।

০৭। গাড়ী ক্রয় ঋণের ক্ষেত্রে সমিতির নামে গাড়ীর মালিকানা বদলের প্রয়োজনীয় কাগজপত্রে ঋণ গ্রহণের সময় স্বাক্ষর করে সমিতিতে জমা দিতে হবে।

০৮। ব্যবসায়িক ঋণের ক্ষেত্রে ব্যবসার বয়স কমপক্ষে ৫ বছর হতে হবে।

০৯। উচ্চ শিক্ষা ঋণের ক্ষেত্র পালপরোহিত/পাস্টরের চিঠির প্রয়োজন নেই।

১০। প্রোডাক্ট ঋণ যাচাই-বাছাই করার জন্য কমপক্ষে ২০ দিন সময় বরাদ্ধ দিতে হবে।

১১। ক্যাপাসিটি ও কম্পিটেন্সী ঋণ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে।

১২। প্রডাক্ট ঋণের দুই ধরণের সুদ বলবৎ থাকবে। একটি নির্ধারিত (ঋরীবফ) এবং অপরটি পরিবর্তণশীল(ঋষবীরনষব)। প্রডাক্ট ঋণের সুদের হার পরিবর্তনের ক্ষেত্রে ঐ ঋণের সুদের হার নির্ধারিত (ঋরীবফ) করা থাকলে পরিবর্তিত সুদের হার কার্যকর হবে না। তবে ঋণের সুদের হার নির্ধারিত (ঋরীবফ) করা না থাকলে পরিবর্তিত সুদের হার কার্যকর হবে।

১৩। ফ্ল্যাট ক্রয় ঋণে ফ্ল্যাট মূল্যের ৭০% ঋণ দেয়া হবে এবং ৩০% নিজের থাকতে হবে।

১৪। একজন সদস্যকে তার শেয়ারের ৪০ গুণের বেশী ঋণ প্রদান না করা (সাধারণ ও প্রডাক্ট ঋণ মিলে)।

১৫। কর্মএলাকার বাহিরে ঋণ এবং আয় দেখানো হলে আবেদনকারীর খরচে ইনভেষ্টিগেশন করা হবে।

১৬। সাধারণ ঋণ থাকাবস্থায় প্রোডাক্ট ঋণ গ্রহণ করা যাবে।

উল্লেখিত বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি

সমবায়ী শুভেচ্ছান্তে,

পংকজ গিলবার্ট কস্তা
সেক্রেটারি
দি সিসিসিইউ লিঃ, ঢাকা।