ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১২ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট এক হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করলো ঢাকা ক্রেডিট

এক হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করলো ঢাকা ক্রেডিট

0
863

ডিসিনিউজ ।। ঢাকা

দেশের সর্ববৃহৎ সমবায় প্রতিষ্ঠান দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) ইতিমধ্যে এক হাজার কোটি টাকারও বেশি পরিসম্পদের প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। এপ্রিল ২০২২ খ্রিষ্টাব্দে ঢাকা ক্রেডিটের সম্পদ-পরিসম্পদের পরিমাণ হয়েছে ১ হাজার ৭ কোটি টাকা।

ঢাকা ক্রেডিটের এই বিশাল মাইলফলক অর্জনে ঢাকা ক্রেডিটের সদস্যদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা। তিনি বলেন, ‘ঢাকা ক্রেডিট বাংলাদেশের সমবায় অঙ্গনে সবচেয়ে বড় সমবায় প্রতিষ্ঠান। খ্রিষ্টান সমাজের সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠান। এখানে সদস্যরা তাদের সঞ্চয়ের মাধ্যমে নিজেরা যেমন উন্নয়ন ঘটাচ্ছে, তেমনি সমাজের ও দেশের উন্নয়নেও ভ‚মিকা রাখছে। ইতিমধ্যে ঢাকা ক্রেডিট এক হাজার কোটি টাকার প্রতিষ্ঠানে পরিনত হয়েছে, যা আমাদের জন্য আনন্দের ও গৌরবের। একমাত্র ঢাকা ক্রেডিটই রয়েছে, যেখানে সদস্যরা তাদের অর্থ নির্দিদ্ধায় ঢাকা ক্রেডিটে জমা রাখে। আজ এই আনন্দের মুহুর্তে সকল সদস্য, কর্মী এবং আমাদের কর্মকর্তাদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই।’

ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া ডিসিনিউজকে বলেন, ‘ফাদার চার্লস জে. ইয়াং সিএসসি’র মাধ্যমে গড়ে ওঠা ৫০জন সদস্যের ২৫ টাকার মূলধন আজ ৪৩৫০০ জন সদস্যের এক হাজার কোটি টাকার মূলধন হয়েছে। এটা সত্যিই খুবই আনন্দের। বিন্দু থেকে সিন্দু সৃষ্টির প্রকৃত উদাহরণ হলো আমাদের ঢাকা ক্রেডিট। সদস্যরা যেমন তাদের সঞ্চিত অর্থ এখানে নিরাপদে জমা করেছে, তেমনি ঢাকা ক্রেডিটের কর্মকর্তা ও কর্মীগণও সেই অর্থ যথাযথ ব্যবহার করে আজ বিশাল আর্থিক প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। আজকের এই আনন্দ সকলের সাথে ভাগাভাগি করতে চাই।

উল্লেখ্য, ১১ মে ঢাকা ক্রেডিটের যৌথ সভায় প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা সমিতির এক হাজার কোটি টাকা মূলধন হওয়ার বার্তাটি প্রকাশ করেন। সেই সাথে কর্মকর্তা, কর্মী ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান ঢাকা ক্রেডিটের পাশে থেকে সহযোগিতার জন্য। এ সময় কর্মকর্তাগণ কেক কেটে হাজার কোটির মাইলফলক অর্জনকে উদযাপন করেন।