ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ‘এনেছিলে সাথে করে মৃত্যুহীণ প্রাণ মরণে তাই তুমি করে গেলে দান’

‘এনেছিলে সাথে করে মৃত্যুহীণ প্রাণ মরণে তাই তুমি করে গেলে দান’

0
914

দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: এর আয়োজনে প্রয়াত প্রফেসর গাব্রিয়েল মানিক স্যারের স্মরণসভার মর্ম বাণী এটি। যেটি তেজগাঁও চার্চ কমিউনিটি সেন্টারের স্টেজের পেছন ভাগে শোভা পাচ্ছিল।

দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: বৃহষ্পতিবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬.৩০ মিনিটে যথাযোগ্য সম্মান ও মর্যাদায় হাউজিং এর প্রতিষ্ঠাকালীন সদস্য, বহুমাত্রিক প্রতিভার অধিকারী, ঢাকা ক্রেডিটের প্রাক্তণ প্রেসিডেন্ট, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন ও বাংলাদেশ ন্যাশনাল ওয়াইএমসিএ’র প্রাক্তণ প্রেসিডেন্ট ও নটর ডেম কলেজের বাংলা বিভাগের প্রাক্তণ অধ্যাপক প্রয়াত গাব্রিয়েল মানিক গোমেজের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও মরণোত্তর স্বর্ণপদক অনুষ্ঠানের আয়োজন করে।

প্রয়াতের স্ত্রী, সন্তান, নাতি-নাতনী, আত্নীয়স্বজন ছাড়াও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, ফাদার কমল কোড়াইয়া, হাউজিং এর উপদেষ্টা কর্ণেল (অব:) যোসেফ রোজারিও, উপদেষ্টা আদম ডি কস্তা, তাঁর ছাত্র, বন্ধু ও শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন।

এদিন তাঁর জীবনের উপর একটি স্থিরচিত্র প্রদর্শন করা হয়। যেখানে তাঁর কর্মময় জীবন অত্যন্ত চমৎকার ও সাবলীল ভাবে উঠে আসে।

বক্তারা স্মৃতিচারণা করতে এসে বারবার তাঁর দেশপ্রেম, নীতি, আদর্শ, সরলতা, বদ্যানতা, অহিংস মনোভাব, নেতৃত্ব, সমাজ ও দেশের জন্যে তাঁর আত্নত্যাগের কথা অকপটে তুলে ধরেন। তারা বলেন, তাঁর মতো নেতা খ্রিস্টান সম্প্রদায় আবার কবে পাবে তা বলা মুশকিল। তিনি যে আদর্শ দেখিয়ে গেছেন তা ধরে যেন সমাজ ও রাষ্ট্রে নেতৃত্ব দিয়ে যেতে পারেন তারা সেই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

স্মরণ সভার পাশাপাশি তাঁর উদ্দেশে একটি শ্রদ্ধাঞ্জলি পাঠ এবং হাউজিং-এ অসামান্য অবদান রাখার জন্য তাঁকে মরণোত্তর স্বর্ণপদক প্রদান করা হয়।

সহধর্মিনী এঞ্জেলিনা গোমেজ এ পদক গ্রহণ করেন। এ সময় তাঁর সন্তান ও নাতি-নাতনীরা উপস্থিত ছিলেন।

অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তাঁর সহধর্মিনী কান্নায় ভেঙে পড়েন। এ সময় তিনি এ পদক প্রদান করার জন্য কৃতজ্ঞতা জানান।

এর আগে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ প্রার্থনার (খ্রিষ্টযাগ) মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়।

হাউজিং এর চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি বক্তব্যে খ্রিস্টান সম্প্রদায়ের সর্বক্ষেত্রে গাব্রিয়েল মানিক স্যারের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

মাঝে মাঝে সমবেত কন্ঠে শিল্পিদের সঙ্গীত পরিবেশনা স্মরণ সভার পরিবেশকে ভারী করে দিয়ে যাচ্ছিল।

আরবি/আরএস/আরপি/১৪ জুলাই, ২০১৭