শিরোনাম :
এমআইসিআর চেক সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি
এতদ্বারা “দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা”-এর সম্মানিত সকল সদস্য, কর্মকর্তা, কর্মী ও সংশ্লিষ্টদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যে সকল সম্মানিত সদস্য এমআইসিআর চেক প্রদানের মাধ্যমে ঋণ গ্রহণ করেন, Account Payee Cheque এর মাধ্যমে টাকা স্থানান্তর করেন, ঐ সমস্ত চেক ব্যাংকে উপস্থাপনের পর চেক ডিজওনার হলে প্রতিটি চেকের জন্য ব্যাংক ১১৫.০০ (একশত পনের) টাকা চার্জ সমিতির হিসাব থেকে কর্তন করে নেয় যা উক্ত সদস্যদের সঞ্চয়ী হিসাব থেকে সমন্বয় করা হবে।
উল্লিখিত বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।
ধন্যবাদান্তে,
পংকজ গিলবার্ট কস্তা
সেক্রেটারি
দি সিসিসি ইউ লি:, ঢাকা।