ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা Uncategorized এসো মিলি প্রাণের উৎসবে: সাভারে যুব উৎসব

এসো মিলি প্রাণের উৎসবে: সাভারে যুব উৎসব

0
199

ডিসিনিউজ ।। সাভার

ধরেন্ডা মিশন তরুণ সংঘের আয়োজন ‘এসো মিলি প্রাণের উৎসবে’ প্রতিপাদ্য নিয়ে ধরেন্ডা মিশন প্রাঙ্গণে যুব উৎসবের আয়োজন করা হয়।

২৭ অক্টোবর, ‘তারুণ্য যুবাদের শক্তি, সমাজের প্রগতি এবং দেশের সমৃদ্ধি’ মূলসুর নিয়ে এবারের যুব উৎসবের আয়োজন করে সংগঠনটি। সকালে যুবাদের অংশগ্রহণে এক র‌্যালীর আয়োজন করা হয়। এরপর ধরেন্ডা মিশনের পাল-পুরোহিত জয়ন্ত এস. গমেজের প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা ও সংঘের পতাকা উত্তোলন করা হয়। এরপর সংঘের সভাপতি উদয় যোসেফ রোজারিও’র নেতৃত্বে ও সেক্রেটারি সানি লেনসন কোড়াইয়ার সঞ্চালনায় অতিথিবৃন্দরা প্রদীপ প্রজ্জ্বলন করেন।

এ দিন যুবাদের অংশগ্রহণে থিম সং পরিবেশনা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, শুভেচ্ছা বক্তব্য, সংগঠনের জন্মদিন উপলক্ষে কেক কাটা, ক্যারিয়ার ভাবনা, বিভিন্ন ধরণের গেম, মোটিভেশনাল ভিডিও প্রদর্শনসহ নানা আয়োজন করা হয়।

উৎসবের শেষে লটারী ড্র এবং ডিজে পার্টির আয়োজন ছিল যুবাদের জন্য আকর্ষণীয় আয়োজন।