শিরোনাম :
ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তাদের ঢাকা ক্রেডিট পরিদর্শন
ডিসিনিউজ ॥ ঢাকা
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের একটি প্রতিনিধি দল ঢাকা ক্রেডিট পরিদর্শন করেন।
১৬ মার্চ ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধি দল ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তার সাথে সমিতির বোর্ড রুমে এক সৌজন্য সাক্ষাৎ করেন। ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধি দলে ছিলেন ভারতের চেন্নায়ের অধিবাসী বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশনের পিপল এন্ড কালচারাল ডিরেক্টর জন সেলভেরাস, পিপল এন্ড কালচারাল (এইচআর) ডেপুটি ডিরেক্টর সৈয়দ আক্তারুজ্জামান, পিএন্ডস স্টাফ এংগেজমেন্টের সিনিয়র বিসনের পার্টনার রানা দিপংকর মজুমদার, ট্যালেন্ট একুইসন এন্ড নো বিসনেস পার্টনারিং এর সিনিয়র পিএন্ডসি বিজনেস পার্টনার স্টিফেন বাপ্পি বাড়ৈ, অপারেশন (আরবান প্রোগ্রামিং এন্ড হিল ক্লাস্টারিং)-এর ডেপুটি ডিরেক্টর মঞ্জু মারিয়া পালমা।
ঢাকা ক্রেডিটের পক্ষে আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিও, ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন, চিফ অফিসার জোনাস গমেজ, প্রোগ্রাম এন্ড প্রটোকল ম্যানেজার স্বপন রোজারিও ও সেক্রেটারিয়েটের ইনচার্জ তপন থিউটনিয়াস গমেজ।
আলোচনায় ঢাকা ক্রেডিটের কার্যক্রম সম্পর্কে অবগত হন ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধি দল। ঢাকা ক্রেডিটের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশনের পিপল এন্ড কালচারাল ডিরেক্টর জন সেলভেরাস।
ঢাকা ক্রেডিট ও ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তাগণ ভবিষ্যতে এক সাথে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।