ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ কবিতা, গল্প ও প্রবন্ধ লেখার বিষয়ে গোল্লায় কর্মশালা অনুষ্ঠিত

কবিতা, গল্প ও প্রবন্ধ লেখার বিষয়ে গোল্লায় কর্মশালা অনুষ্ঠিত

0
2081

ডিসি নিউজ:
নতুন লেখক সৃষ্টির উদ্দেশে ঢাকার নবাবগঞ্জের গোল্লা গির্জার শহীদ ফাদার ইভান্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে লেখক কর্মশালা।
৯ আগস্ট বাংলাদেশ খ্রিস্টান লেখক ফোরাম আয়োজিত ও কারিতাস বাংলাদেশের সহযোগিতায় লেখক কর্মশালায় আঠারগ্রাম অঞ্চলের বিভিন্ন ধর্মপল্লীর নবীন-প্রবীণ ৫০ জন লেখক-পাঠক উপস্থিত ছিলেন।

গোল্লা ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার স্ট্যানলি সি. কস্তার প্রার্থনার মাধ্যমে কর্মশালা শুরু হয়।
কর্মশালায় কবিতা, গল্প ও প্রবন্ধ লেখার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। কবিতা কীভাবে লিখতে হবে ও লেখার নিয়ম-কানুন কী- এসব বিষয়ে সহভাগিতা করেন কবি মিনু গরেট্টি কোড়াইয়া ও কবি জুঁই বি কস্তা। তারা বলেন, কবিতায় বক্তব্যের সুষ্পষ্টতা, আকর্ষণীয় শিরোনাম, সুন্দর বিন্যাস, সঠিক যতিচিহ্ন ও সহজ শব্দ ব্যবহার করার পরামর্শ দেন তাঁরা। তাঁরা বলেন, সমাজের অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কবিতা লিখে প্রতিবাদ করা যায়।

প্রবন্ধ লেখার বিষয়ে খ্রিষ্টান সমাজের বিশিষ্ট লেখক তথা এশিয়া কারিতাসের প্রেসিডেন্ট ড. বেনেডিক্ট আলো ডি’রোজারিও কর্মশালায় বলেন, ‘একঘন্টা লেখার জন্য সাত ঘন্টা পড়তে হবে। প্রবন্ধ লেখার জন্য বিষয় নির্ধারণ করে তার ওপর নিজে আগে জানতে হবে, গবেষণা করে তারপর সেই বিষয়ে প্রবন্ধ লিখতে হবে।’
তিনি যোগ করে বলেন, প্রবন্ধে আকর্ষণীয় শিরোনাম ব্যবহার করলে তা পাঠক পড়ার জন্য বেশি উৎসাহিত হন। প্রবন্ধে কোনো সমস্যার বিষয়ে ব্যাখ্যা করে সেই সমস্যা কীভাবে সমাধান করা যায়, সেই বিষয়েও অবতারণা করতে হবে।


ছোট গল্প লেখার বিষয়ে সহভাগিতা করেন খ্রিষ্টান সমাজের অন্যতম গল্পকার ও বাংলাদেশ খ্রিস্টান লেখক ফোরামের সভাপতি খোকন কোড়ায়া। তিনি বলেন, গল্প শুরু হবে হঠাৎ করে আবার শেষও হবে হঠাৎ করে। গল্পে লেখকের নিজস্ব মতামত দেওয়া যাবে না।

তিনি আরো উল্লেখ করেন, ‘সার্থক ছোটগল্প লেখার জন্য প্রচুর গল্পের বই পড়তে হবে। সহজ-সরল ভাষা ব্যবহার করতে হবে। সমাজের ছোট ছোট বিষয়গুলো গল্পের আকারে কল্পনার মধ্য দিয়ে তুলে ধরে সমাজের নিত্যদিনের চিত্র ফুটিয়ে তোলা যায়।
কর্মশালায় বক্তব্য রাখেন আঠারগ্রামের বিশিষ্ট লেখক বিমল গমেজ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার ও গোল্লা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর চেয়ারম্যান টমাস রোজারিও। কর্মশালা শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন লেখক ফোরামের একজন সদস্য দিপালী এম গমেজ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ খ্রিস্টান লেখক ফোরামের সেক্রেটারি সুমন কোড়াইয়া ও সাংগঠনিক সম্পাদক মিল্টন রোজারিও।
লেখক কর্মশালায় অংশগ্রহণকারী জেমস আনজুস ডিসি নিউজকে বলেন, বাংলাদেশ খ্রিস্টান লেখক ফোরামের লেখক কর্মশালা আয়োজন খুবই ফলপ্রসূ হয়েছে। আমরা অনেক কিছু শিখতে পেরেছি। নতুন লেখকেরা উৎসাহিত হয়েছে। লেখক ফোরামকে অনুরোধ করি, ভবিষ্যতে আরো এই ধরনের কর্মশালার আয়োজন করার জন্য।

প্রসঙ্গত, দুই দশক ধরে চলতে থাকা বাংলাদেশ খ্রিস্টান লেখক ফোরাম মাসিক সাহিত্য আড্ডার আয়োজন করে থাকে। সেখানে লেখক-লেখিকাগণ স্বরচিত কবিতা, গল্প, প্রবন্ধ পাঠ করে থাকেন এবং একে অন্যতে উৎসাহিত করে থাকেন। সেই সাথে লেখক কর্মশালা আয়োজন করা ও ফোরামের মুখপত্র ‘আশির্’ নিয়মিত প্রকাশ করা হয়ে থাকে।
লেখক কর্মশালায় আর্থিক সহযোগিতা করেছে কারিতাস বাংলাদেশ, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি, দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা; তুইতাল খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, গোল্লা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এবং হাসনাবাদ খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি।
লেখক ফোরামের সভাপতি খোকন কোড়ায়া উল্লিখিত সংস্থা ও সমিতিগুলোকে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।

আরো পড়ুন:

অপসংস্কৃতিকে দূর করার জন্য সুষ্ঠ সাংস্কৃতির চর্চা দরকার: আগষ্টিন পিউরীফিকেশন

অভিবাসী বিষয়ে জাতীয় পালকীয় কর্মশালা

নিউইয়র্কে সামাজিক আইকন বাবু মার্কুজ গমেজের সাথে সম্মিলিত সাক্ষাৎ-সম্ভাষণ অনুষ্ঠান

বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে তেজগাঁও গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠান