ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ কমলগঞ্জের মাগুরছড়াপুঞ্জিতে খাসিয়াদের বর্ষ বিদায়

কমলগঞ্জের মাগুরছড়াপুঞ্জিতে খাসিয়াদের বর্ষ বিদায়

0
266

সুবর্ণ পাথাং ॥ শ্রীমঙ্গল

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়াপুঞ্জিতে ২৩ নভেম্বর খাসিয়া আদিবাসীদের বর্ষ বিদায় “খাসি সেং কুটস্নেম” অনুষ্ঠান পালিত হয়েছে।

খাসি সোস্যাল কাউন্সিলের আয়োজনে খাসিয়া বর্ষ বিদায় অনুষ্ঠানে মাগুরছড়াপুঞ্জির হেডম্যান ও বৃহওর সিলেট বিভাগের আদিবাসী ফোরামের সহ-সভাপতি জিডিসন প্রধান সুচিয়াং এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন।

বর্ষ বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিকা দে, বিশিষ্ট্য নাট্যব্যক্তিত্ব পীযুষ বন্ধোপাধ্যায়, গ্রেটার সিলেট খাসি সোস্যাল ফোরামের সহসভাপতি ফিলা পট্টমি সহ সিলেট বিভাগের বিভিন্ন পুঞ্জির হেডম্যানবৃন্ধ।

২০১২ সাল থেকে শুরু হওয়া এই বর্ষ বিদায় অনুষ্ঠানটি খাসিয়া আদিবাসীরা প্রতিবছরের ২৩ নভেম্বর পালন করে আসছে। প্রতিবছর অংশগ্রহন করে প্রায় ৭০টি পুঞ্জির খাসিয়া আদিবাসীসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। সেই লক্ষ্যেই এবার বাঁশের খুটি দিয়ে ও নারিকেল গাছের পাতার ছাউনি দিয়ে সাজানো হয়েছে আলোচনা মঞ্চো। উৎসবের বিশেষ নজর কাড়ে প্রতিটি খাসি নারীরা নিজস্ব পোষাক পড়ে নিজেদের সংস্কৃতি নিজস্ব নৃত্যের মাধ্যমে ফুটিয়ে তুলে। এছাড়াও প্রতি বছরের মত এবছর আকর্ষণীয় খেলাগুলো ছিলো তৈল ষুক্ত একটি বাঁশের উপড়ে উঠে মোবাইল ফোন সংগ্রহ করা, দুইটি পুকুরে বড়শি দিয়ে মাছ শিকার, তীর ধুনুক চালানো, গুলতি চালানো ও রাফায়েল ড্র। মাঠের চার পাশে বিভিন্ন পুঞ্জির খাসিরাই নিজস্ব ব্যবর্হায্য বাহারী নানা জিনিস নিয়ে দোকানের স্টল বসে।