ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ করোনাকালে ত্রাণকার্য বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের

করোনাকালে ত্রাণকার্য বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের

0
603

ডিসি নিউজ || ঢাকা
চলমান করোনার মহামারিতে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন বিভিন্ন শাখা ও সহযোগী সংগঠনের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে অসহায়, উপার্জনহীন ও দুর্দশাগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে। এসোসিয়েশনের পক্ষ থেকে তাদেরকে চাল, ডাল, আটা, লবণ, আলু, সাবান, তেল, লবণ দেওয়া হয়েছে। সুরক্ষার জন্য কোথাও দেওয়া হয়েছে মাস্কসহ করোনা প্রতিরোধক সামগ্রী।
এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও ডিসি নিউজকে জানান, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন প্রায় দুই হাজার দুর্দশাগ্রস্ত পরিবারকে এ সময় সহযোগিতা করেছে। সামনে আরো সহযোগিতা করা হবে। যারা এ এসোসিয়েশনের আহ্বানের ত্রাণকাজে এগিয়ে এসেছেন, তাদের ধন্যবাদ জানান তিনি।
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন, উত্তরখান থানা শাখা
৫ জুন সকালে মাউছাইদ খ্রীষ্টান মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর অফিস প্রাঙ্গণে করোনায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ৪৫টি দরিদ্র পরিবারের মধ্যে ভালবাসার দানস্বরূপ মাস্ক, চাল, ডাল, আটা, লবণ, আলু, সাবান ইত্যাদি সামগ্রী বিতরণ করে। বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশানের মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া, মাউছাইদ মিশনের পাল-পুরোহীত ফাদার চঞ্চল পেরেরা, উত্তরখান শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মাল্টিপারপাস সমিতির চেয়ারম্যান ডমিনিক রঞ্জন পিউরিফিকেশন, মাউছাইদ কো-অপারেটিভ ক্রেডিটের চেয়ারম্যান ও উত্তরখান বিসিএ ভাইস-প্রেসিডেন্ট ডেবিড প্রবীণ রোজারিও, মাল্টিপারপাস সোসাইটির ভাইস-চেয়ারম্যান রকি কোড়াইয়া, প্যারিস কাউন্সিল সেক্রেটারি জয়া কস্তা, মাউছাইদ ক্রেডিটের সাবেক প্রেসিডেন্ট ডানিয়েল ডি কস্তা, এসোসিয়েশান নেতা কেনেডি রোজারিও, অমিত কোড়াইয়াসহ এসোসিয়েশন ও মাল্টিপারপাসের উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ উপহার সামগ্রী বিতরণের পর অটোরিক্সা চালক, মুদি দোকানদার, শিশু, কৃষকসহ বিভিন্ন শ্রেণি পেশার ৫০ জনের মধ্যে মাক্স বিতরণ করা হয়।
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা
এই শাখা করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। ১৫ মে এই শাখা ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে করোনাভাইরাসের ফলে ক্ষতিগ্রস্ত ৫৫টি পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় সংগঠনের সভাপতি টাইটাস দাস গুপ্ত, সাধারণ সম্পাদক মলয় নাথ, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক জনাব হায়াত-উদ-দৌলা খাঁন, থানা নির্বাহী কর্মকর্তা পংকজ বড়ুয়া, সংগঠনের সহ-সভাপতি টমাস তুহিন দাস, ডেভিড বেঞ্জামিন সিংহ, যুগ্ম সাধারণ সম্পাদক ডেভিড স্টিফেন সিংহ, সমাজ কল্যাণ সম্পাদক এলবার্ট হীরক বৈদ্যসহ অন্যান্য নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
মলয় নাথের উদ্যোগে বান্দরবন জেলার ৮টি গির্জার ১১৩টি পরিবারকে ত্রাণ সামগ্রী, বেথেল হোম চার্চ, ভাটারার ১০টি পরিবারকে, টঙ্গী মারানাথা চার্চের ২০টি পরিবারকে, হোসান্না চার্চের ২৫টি পরিবারকে, হাউস চার্চ অব বাংলাদেশ, নদ্দায় ১০টি পরিবারকে, পরিচর্চা চার্চ ও হোসেন মার্কের্টে ১৪টি পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের গাজীপুর মহানগর শাখা
এই শাখার উদ্যোগে ২৯ এপ্রিল করোনাভাইরাসের ফলে ক্ষতিগ্রস্ত ৩৫টি পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় সংগঠনের সভাপতি ফেড্রিক মুকুল বিশ্বাস, সাধারণ সম্পাদক অরুণ ডি’কস্তা, সাংগঠনিক সম্পাদক এস. রনিসহ সংগঠনের নেতৃবৃন্দসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মোহাম্মদপুর থানা শাখা
২২ এপ্রিল এই শাখার উদ্যোগে করোনাভাইরাসের ফলে ক্ষতিগ্রস্ত ৬০টি পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক পল্লব লিনুস ডি’রোজারিও, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মলয় নাথসহ সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের যশোর জেলা শাখা
২৪ এপ্রিল সকাল ১১টায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন, যশোর জেলা শাখার উদ্যোগে, যশোর পৌরসভা ও বাঁচতে শেখা, এনজিওর সহযোগিতায় করোনা প্রাদুর্ভাবের কারণে ১৫০টি দরিদ্র খ্রীষ্টান পরিবারের ও প্রায় ৩০টি হিন্দু ও মুসলিম পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো দশ কেজি চাল, দুই কেজি ডাল, পাঁচ কেজি আলু, দুই লিটার তেল ও এক কেজি লবণ ।
বিতরণের সময় এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রশান্ত বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক গ্রেগরি সরদার ও উপদেষ্টা নির্মল হালদারসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন ।

বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মিরপুর থানা শাখা
এই শাখার উদ্যোগে ১৫০টি পরিবারকে ত্রাণসামগ্যী এবং একটি করোনা আক্রান্ত পরিবারসহ ৫৪টি পরিবারকে নগদ অর্থ পৌঁছে দেওয়া হয়। এ সময় সংগঠনের সভাপতি যোসেফ স্বপন চৌধুরী, স্থানীয় মহিলা কাউন্সিলর শামসুন্নাহার লাভলী, মিরপুর কাথলিক ধর্মপল্লীর ভাইস-প্রেসিডেন্ট ও মোহাম্মদপুর খ্রীষ্টান বহুমুখী সমবায় সমিতির চেয়ারম্যান সহযোগী অধ্যাপক আলবার্ট সরকার, এসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট উজ্জ্বল ফ্রান্সিস রিবেরুসহ সংগঠনের নেতা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ যুব খ্রীষ্টান এসোসিয়েশনের গোপালগঞ্জ শাখা।
বাংলাদেশ যুব খ্রীষ্টান এসোসিয়েশন, গোপালগঞ্জ শাখা ৩০০টি পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ করে। কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী এ কার্যক্রম পরিচালনা করা হয়। সরকার কর্তৃক নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণ করে এ কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি। বিতরণকালে বাংলাদেশ যুব খ্রীষ্টান এসোসিয়েশন গোপালগঞ্জ-এর সভাপতি শিমিয়োন হাজরা জয় এবং সাধারণ সম্পাদক মুন্না বালাসহ অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন, ভাটারা শাখা
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী গত ২১ মে মোট ২৫টি পরিবারকে ত্রাণসামগ্রী দিয়ে সহযোগিতা করেছেন ভাটারা শাখার নেতৃবৃন্দ। স্বাস্থ্যবিধি অনুসরণ করে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ভাটারা শাখার সভাপতি বার্নাবাস কোড়াইয়া এবং সেক্রেটারি ডেভিড অসীমসহ অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তি।

আরো ছবি

[wp1s id=”12717″]