ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ করোনাকালে মানবতার সেবায় ‘ম্যান ফর ম্যান ফোর্স’

করোনাকালে মানবতার সেবায় ‘ম্যান ফর ম্যান ফোর্স’

0
688

|| সুমন কোড়াইয়া ||

করোনাকালে যখন মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে, ঠিক তখনই সাভারের যুবকদের একটি সংগঠন দেখিয়েছে অনন্য উদাহরণ। তারা এগিয়ে এসেছেন মানবসেবায়। তাঁদের সংগঠনের নাম ‘ম্যান ফর ম্যান ফোর্স’। তাঁরা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে যেকোনো মানুষ করোনায় আক্রান্ত হয়ে বা করোনা উপসর্গ নিয়ে মারা গেলে তাদের মরদেহ গোসল ও সৎকার করে কবরস্থ করেন।
৫ জুলাই সাভারের ধরেন্ডা গির্জায় গিয়ে দেখা মিললো ম্যান ফর ম্যান ফোর্সের সদস্যদের। তাঁরা করোনায় মারা যাওয়া ধরেন্ডার খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর সেক্রেটারি নয়ন জি রোজারিওর মরদেহ সৎকার করে কবরস্থ করেছেন। এর আগে একই ধর্মপল্লীর কমলাপুর গ্রামের করোনায় মৃত্যু হলে রনি গমেজের মরদেহও তাঁরা কবরস্থ করেন ।
সংগঠনটির চেয়ারম্যান মো. রাজীবুল ইসলাম রাজীব ডিসিনিউজকে বলেন, ‘করোনায় মৃত্যুতে অতি আপনজনও মৃতদেহের কাছে যেতে চায় না, স্পর্শও করতে চায় না। তাই করোনা-সংকট শুরু হওয়ার পর থেকেই এমন মৃত্যুতে যেকোনো ধর্মের মানুষের মরদেহের সৎকার আমরা করছি। আমরা মনে করি মানবতার ধর্ম সবচেয়ে বড় ধর্ম।’
রাজীব জানান, তাদের সংগঠন করোনা শুরু হওয়ার পর থেকেই সচেতনতামূলক কাজ করে যাচ্ছেন সাভারে। যারা বিনা প্রয়োজনে ঘরের বাইরে যেতে চায়, তাদের ঘরের ভেতরে থাকার পরমর্শ দিচ্ছেন। তারা এই সংগঠনটি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচালনা করছেন। তাদের টিমে রয়েছেন প্রায় ৫০ জন। তবে সরকারের নিকট হতে কারোনাকালে ১০ জন নিয়ে সেবা দেওয়ার অনুমতি পেয়েছেন। কেউ করোনায় মারা গেলে, সাভার উপজেলা সরকারি হাসপাতাল থেকে বা মডেল থানা থেকে তাদের ফোন দিয়ে জানানো হয়। তখন তাঁরা করোনায় মারা যাওয়া ব্যক্তির মরদেহ গোসল ও কবরস্থ করাসহ সকল সৎকারের ব্যবস্থা গ্রহণ করে থাকেন।
তাদের কাজের প্রশংসা করেছেন ধরেন্ডা ধর্মপল্লীর পাল-পুরোহিত আলবার্ট রোজারিও। তিনি বলেন, ‘আমি ম্যান ফর ম্যান ফোর্সকে ধন্যবাদ দেই; কারণ, তাঁরা আমাদের ডাকে সাড়া দিয়ে থাকেন। ধরেন্ডায় এই পর্যন্ত করোনায় দুইজন মারা গেছেন এবং ম্যান ফর ম্যান ফোর্স গ্রুপ এসে তাদের মরদেহ দাফন করেছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। তাঁরা খুব ভালো কাজ করছেন।’
সংগঠনের চেয়ারম্যান রাজীবুল ইসলাম রাজীব জানান, সাভারের রানাপ্লাজা যখন ধসে পড়ে তখনো তাদের সংগঠন উদ্ধার কাজে সক্রিয়ভাবে সহযোগিতা করেছিল।