ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ করোনাভাইরাসের কারণে খ্রিষ্টভক্তদের অনলাইনে আধ্যাত্মিক সেবা

করোনাভাইরাসের কারণে খ্রিষ্টভক্তদের অনলাইনে আধ্যাত্মিক সেবা

0
1022

ডিসিনিউজ, ঢাকা

করোনাভাইরাসে মহামারীর কারণে যখন গির্জায় যেতে পারছেন না ভক্তরা, তখন খ্রিষ্টভক্তদের অনলাইনে আধ্যাত্মিক সেবা দেওয়া শুরু করেছে দুইটি ধর্মপ্রদেশ।

গত রোববার থেকে অনলাইনে পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করছে চট্টগ্রাম মহাধর্মপ্রদেশ ও রাজশাহী ধর্মপ্রদেশ।

রাজশাহীর চানপুকুর ধর্মপ্রদেশের পাল-পুরোহিত বেলিসারিও মনটোয়া ডিসিনিউজকে বলেন, করোনাভাইরাসের মহামারীর কারণে খ্রিষ্টভক্তদের নিয়ে পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করা যাচ্ছে না। তাই রাজশাহী থেকে অনলাইনে পবিত্র খ্রিষ্টযাগ, ক্রুশের পথ ও খ্রিষ্টপ্রসাদের আরাধনা প্রচার করা হচ্ছে। তাঁদের ফেসবুক পেজের নাম: Diocese of Rajshahi – রাজশাহী ধর্মপ্রদেশ| তিনি জানান, প্রতিদিন সকালে পবিত্র খ্রিষ্টযাগ অনলাইনে প্রচার করা হয়।  ছাড়াও এই পেজ থেকে রোববার সকাল ৭টা এবং সন্ধ্যা ৭টা সময় পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করা হয়ে থাকে। এ ছাড়া প্রায় প্রতিদিনই খ্রিষ্টপ্রসাদের আরাধনার মধ্য দিয়ে বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশ থেকে যেন করোনা নির্মল হয় তার জন্য বিশেষ প্রার্থনা করা হচ্ছে।

 করোনাভাইরাসের কারণে ২২ মার্চ রোববার চট্টগ্রাম মহাধর্মপ্রদেশের বিশপ ফেসবুক লাইভের মাধ্যমে পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করেছেন। তিনি এক ঘোষণায় জানিয়েছেন, যেপর্যন্ত করোনাভাইরাসের কারণে মানুষ ঘর থেকে বের হতে না পারবেন, সেপর্যন্ত  প্রতি রোববার, বিকাল সাড়ে ৪টা এবং সন্ধ্যা ৬টায় অনলাইনে (ফেসবুক লাইভের মাধ্যমে) পবিত্র খ্রিষ্টযাগ প্রচার করে যাবেন। তাদের ফেসবুক পেজের নাম: দি চট্টগ্রাম মেট্রোপলিটান আর্চডায়সিস।

ইতিমধ্যে অনলাইনে খ্রিষ্টযাগের উদ্যোগ প্রশংসিত হয়েছে। ঢাকার খ্রিষ্টভক্ত স্টিভ কস্তা দি চট্টগ্রাম মেট্রোপলিটান আর্চডায়সিস পেজের মাধ্যমে  পবিত্র খ্রিষ্টযাগ সম্পর্কে বলেন, এই উদ্যোগের জন্য বিশপ মহোদয়কে অনেক ধন্যবাদ জানাই।

রাজু গমেজ নামের দুবাই থেকে একজন খ্রিষ্টভক্ত ফেসবুকে লিখেন, বিশপ মহোদয় আপনাকে অনেক ধন্যবাদ। আমি দুবাই থেকে আপনার লাইভ দেখছি। আমাদের জন্য প্রার্থনা করবেন।’