শিরোনাম :
করোনাভাইরাসে রোধে তেজগাঁও গির্জায় প্রার্থনা
ডিসিনিউ || ঢাকা
আজ তেজগাঁও গির্জায় বাংলাদেশসহ সারা পৃথিবীর সকল মানুষ যেন করোনাভাইরাস থেকে রক্ষা পায় তার জন্য বিশেষ প্রার্থনা করা হয়েছে।
খ্রিষ্টযাগের শুরুতে ঢাকা মহাধর্মপ্রদেশের সহকারী বিশপ শরৎ ফ্রান্সিস বলেন, আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে তাঁর আত্মার কল্যাণে প্রার্থনা করি। আরো প্রার্থনা করি দয়াময় ঈশ্বর যেন বাংলাদেশসহ পৃথিবীর সকল দেশের মানুষকে করোনাভাইরাস থেকে রক্ষা করেন। যারা এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাঁরা যেন আরোগ্য লাভ করেন। যারা মারা গেছেন, তাদের আত্মার চির শান্তির জন্য প্রার্থনা করি।
এই পর্যন্ত বাংলাদেশে দশজন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে। করোনাভাইরাস ইটালিতে দশজন ফাদার জন মারা গেছেন। সেখানে এই পর্যন্ত ২,১৫৮ জন করোনাভাইরাসে মারা গেছেন। আক্রান্ত হয়েছেন প্রায় ২৮ হাজার মানুষ।