ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ করোনায় মারা গেছেন নাগরীর বিমলা ক্রুশ

করোনায় মারা গেছেন নাগরীর বিমলা ক্রুশ

0
709

ডিসিনিউজ ॥ গাজীপুর

ঢাকা ক্রেডিটের মার্কেটিং এন্ড প্রজেক্টের চিফ অফিসার সুইটি সি পিউরীফিকেশনের শাশুড়ি বিমলা ক্রুশ আর নেই। তিনি ১৮ জুলাই করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

বিমলা ক্রুশ গাজীপুরের কালীগঞ্জের নাগরী ধর্মপল্লীর ভূরূলিয়া গ্রামের মৃত ফ্রান্সিস রোজারিওর স্ত্রী। তাঁদের সন্তানরা হচ্ছেন তিন ছেলে দীপক রোজারিও, হিউবার্ট রোজারিও, জেমস রিচার্ড রোজারিও ও তিন মেয়ে মৃত ডলি রোজারিও, বেবি রোজারিও ও চন্দনা রোজারিও।

একই দিন দুপুরে নাগরী গির্জার কবরস্থানে মৃত বিমলা ক্রুশের মর দেহ সমাধিস্থ করা হয়। এ সময় অন্ত্যেষ্টিক্রিয়ার প্রার্থনা পরিচালনা করেন নাগরী ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত সেন্টু রিবেরু। সাথে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের মার্কেটিং এন্ড প্রজেক্টের চিফ অফিসার সুইটি সি পিউরীফিকেশন ও নাগরী সেবাকেন্দ্রের ইনচার্জ শিশির বৈরাগী, প্রয়াত বিমলা ক্রুশের ছেলে-মেয়ে ও অন্যান্য আত্মীয়-স্বজনরা। ঢাকা ক্রেডিটের পক্ষ থেকে তাঁকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

বিমলা ক্রুশের মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। তাঁর বলেন, ‘আমরা বিমলা ক্রুশের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তাঁর আত্মার কল্যাণ কামনা করি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানাই সমবেদনা।’

ব্যক্তি বিমলা ক্রুশ ছিলেন অতিথি পরায়ণ ও সদালাপি। তিনি কুমারী মারিয়া সংঘের একজন সক্রিয় সদস্য ছিলেন।

নাগরী ধর্মপল্লীর পাল-পুরোহিত জয়ন্ত এস গমেজ ডিসিনিউজকে জানিয়েছেন, নাগরী ধর্মপল্লীর এই পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাত জন খ্রিষ্টভক্ত মারা গেছেন।