শিরোনাম :
করোনার টিকা নিয়েছেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া
ডিসিনিউজ ।। ঢাকা
ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯-এর টিকা নিয়েছেন।
১১ ফেব্রুয়ারি টিকা নেওয়ার পর তিনি জানান, তাঁর দেহে কোনো পার্শ্বপতিক্রিয়া দেখা দেয়নি। তিনি ঢাকা ক্রেডিটের সকল সদস্যকে কোভিড-১৯-এর টিকা নেওয়ার আহ্বান জানান।
তিনি ডিসিনিউজকে বলেন, ‘আজ করোনার টিকা নিয়েছি। আমি কোনো পার্শ্বপতিক্রিয়া অনুভব করিনি। করোনাভাইরাস থেকে মুক্তি লাভ করতে আমি ঢাকা ক্রেডিটের সকল সদস্যকে এই টিকা নেওয়ার অনুরোধ করি। যাঁরা এই টিকা ইতিমধ্যে নিয়েছেন, তাঁদের ধন্যবাদ জানাই। করোনার টিকা নিয়ে কেউ যেন কোনো প্রকার বিভ্রান্তি না ছড়ায়।’
এখন থেকে ৪০ বছরের বেশি বয়সীরা সবাই স্থানীয় যেকোন সরকারি হাসপাতালে গিয়ে করোনাভাইরাসের টিকা নিতে পারবেন। নিবন্ধনও সেখানেই করানো যাবে।
এর আগে বলা হয়েছিল, ৭ই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া প্রথম দফা টিকাদান কর্মসূচীতে স্বাস্থ্যকর্মী ও সম্মুখসারিতে থাকা মানুষেরা এবং ৫৫ বছরের বেশি বয়সীরা টিকা নিতে পারবেন।
এদিন সারা দেশের সহস্রাধিক হাসপাতালে চলে এই টিকাদান কর্মসূচী।
টিকার জন্য যেভাবে নিবন্ধন করা যাবে
বাংলাদেশে টিকা নিতে হলে প্রথমেই নিবন্ধন করতে হবে। এজন্য সুরক্ষা নামে একটি ওয়েবসাইট তৈরি করেছে সরকার। ওয়েব সাইটে নিবন্ধন করতে হলে প্রথমে নিজের পেশার ধরন, পেশা বাছাই করার পরে জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ দিতে হবে।
বাংলা ও ইংরেজি, উভয় ভাষায় এই ওয়েবসাইটে তথ্য পূরণ করা যাবে। ওয়েব অ্যাপলিকেশনে নিবন্ধন করতে হলে তাদের বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে।
নিবন্ধন করার সময় তার নাম, বয়স, পেশা, এনআইডি নম্বর, ঠিকানা (সিটি কর্পোরেশন/পৌরসভার ওয়ার্ড), যে কেন্দ্রে টিকা নিতে আগ্রহী – সেই কেন্দ্র নির্ধারণ করে দিতে হবে।
তবে এজন্য কোন স্ক্যান করা কপি বা ছবি দিতে হবে না। নিবন্ধনের জন্য কোন খরচ বা ফি নেই।
একটি এনআইডি নম্বর থেকে একবারই নিবন্ধন করা যাবে। যেকোনো ব্যক্তি তার কম্পিউটার ব্যবহার করে এই নিবন্ধন করতে পারবেন।
নিবন্ধন সম্পন্ন হওয়ার পর একটি ভ্যাকসিন কার্ড আসবে। সেটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। টিকা নেয়ার সময় এই কার্ডটি দরকার হবে।
স্পট রেজিস্ট্রেশন কিভাবে করবেন?
করোনাভাইরাসের টিকা পেতে নিবন্ধন করা নিয়ে ঝামেলার মুখে পড়ার অভিযোগের ভিত্তিতে নিবন্ধনের কাজ সহজ করতে কিছু পদক্ষেপের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তার মধ্যে একটি হচ্ছে স্পট রেজিস্ট্রেশন বা টিকা কেন্দ্রে গিয়ে রেজিস্ট্রেশন।
এ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক(এমআইএস) ডা. মিজানুর রহমান বলেন, নিবন্ধন নিয়ে যেহেতু কিছু সমস্যার কথা জানা যাচ্ছে তাই এই পদ্ধতিটিকে আরো সহজ করা হয়েছে।
তিনি জানান, আগে থেকে নিবন্ধন করা না থাকলেও এখন সরাসরি টিকা কেন্দ্রে গিয়ে নিবন্ধন করে তারপর টিকা নেয়া যাবে।
সেক্ষেত্রে টিকা নেয়ার জন্য শুধু ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র সাথে নিয়ে গেলেই চলবে।
টিকা কেন্দ্রে উপস্থিত নির্ধারিত ব্যক্তি এই নিবন্ধনের কাজে টিকা গ্রহণকারীকে সহায়তা করবেন। এছাড়া চাইলে টিকা গ্রহণকারী নিজেও টিকা কেন্দ্রে গিয়ে নিবন্ধন করতে পারবেন।
ইউনিয়ন পর্যায়ে টিকা কেন্দ্রগুলিতে নিবন্ধনে সহায়তার জন্য আলাদা আইটি কর্মকর্তা থাকবে বলেও জানান মি. রহমান।
অ্যাপের মাধ্যমে টিকার নিবন্ধন শুরু না হলেও সরকারি ওয়েব সাইটের মাধ্যমে আগের নিয়মে নিবন্ধন করা যাবে বলেও জানান তিনি। (অতিরিক্ত তথ্য: বিবিসি বাংলা)