ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা আন্তর্জাতিক করোনা: আসামের সিস্টাররা তৈরি করছেন ৫০ হাজার মাস্ক

করোনা: আসামের সিস্টাররা তৈরি করছেন ৫০ হাজার মাস্ক

0
502

ডেস্ক নিউজ:
ভারতের আসামের গুয়াহাটিতে সিস্টার রোজ এই মহৎ উদ্যোগটি নিয়েছেন। তিনি তাঁর সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে ৫০ হাজার মাস্ক তৈরি করছেন। মাস্কগুলো তৈরির উদ্দেশ্য বিক্রি নয়, বস্তির মানুষদের তারা সেগুলো দিচ্ছেন।
এই কাজে নিয়োজিত আছেন তাদের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের ৩৫ জন দর্জি। তারা প্রতিদিন ৫০০টি মাস্ক তৈরি করে বিতরণও শুরু করে দিয়েছেন। মাস্কগুলো দিচ্ছেন যারা নিতান্ত দরিদ্র, সেনিটাইজার ও ওষুধ কেনার টাকা নাই তাঁদের।
তাঁরা মাস্ক বিতরণের পাশাপাশি বস্তির মানুষদের করোনা সম্পর্কে সচেতনও করছেন। সিস্টার রোজ বলেন, এই মানুষগুলো এত দরিদ্র যে তাদের স্মাট ফোন পর্যন্ত নাই। তাঁরা করোনাভাইরাস থেকে কীভাবে রক্ষা পাবে সেটা জানে না। আমাদের সামর্থ কম, তারপরও আমরা যতটা পারছি তাদের পাশে দাঁড়াচ্ছি।
এই পর্যন্ত ভারতে ৮৭৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৯ জন।

সুত্র: premierchristian.news

আরো পড়ুন:

মারা গেছেন লক্ষ্মীবাজারের দিপালী স্টলাসটিকা গমেজ

করোনাভাইরাস রোধে দেশের সরকারের নির্দেশনা মানার আহ্বান কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিওর

করোনাভাইরাসের কারণে খ্রিষ্টভক্তদের অনলাইনে আধ্যাত্মিক সেবা

সরকারী নির্দেশ অমান্য করে খ্রিষ্টযাগ উৎসর্গ করায় ভারতে ফাদার গ্রেফতার

করোনাভাইরাস সংক্রান্ত ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্টের ভিডিও বার্তা