শিরোনাম :
করোনা কেড়ে নিল ড. জেমস তেজস শংকর দাসের প্রাণ
ডিসিনিউজ ॥ ঢাকা
রাজধানীর একটি হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও উন্নয়নকর্মী ড. জেমস তেজস শংকর দাসের মৃত্যু হয়েছে আজ দুপুরে। মৃত্যুকালে তাঁর বয়স হয়ে ছিল ৭১ বছর।
জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। পেশাজীবনে তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, লেপ্রসি মিশনের পরিচালক, বিভিন্ন উন্নয়ন সংস্থার পরামর্শক ও চার্চ অব বাংলাদেশের বিগত বোর্ডের সিনড সম্পাদক। তাঁর নেতৃত্বে মগবাজারস্থ সেন্ট টমাস চার্চ নির্মিত হয়।
মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী জয়া দাস, ছেলে অনিন্দ্র দাস ও মাইকেল শিষ্য দাসসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী।
আগামীকাল তাঁর মরদেহ ওয়ারী কবরস্থানে কবরস্থ করা হবে।
তাঁর জন্ম বরিশাল শহরের উইলিয়ামপাড়ায়।
ড. জেমস তেজস শংকর দাসের মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। তাঁরা শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
ড. জেমস তেজস শংকর দাসের মৃত্যুতে আরও শোক জানিয়েছেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, মহাসচিব ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া ও যুগ্ম- মহাসচিব জেমস সুব্রত হাজরা। তাঁরা প্রয়াত ড. জেমস তেজস শংকর দাসের আত্মার মঙ্গল কামনা করেন ও তাঁর শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।