ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ করোনা মহামারি এখন বিপজ্জনক পর্যায়ে

করোনা মহামারি এখন বিপজ্জনক পর্যায়ে

0
470

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, কভিড-১৯ মহামারি এখন নতুন ও বিপজ্জনক পর্যায়ে রয়েছে। গত শুক্রবার জেনেভায় সদর দপ্তর থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসুস এই সতর্কবার্তা দেন। খবর রয়টার্সের।

গত বৃহস্পতিবার মাত্র একদিনেই দেড় লাখ নতুন রোগী শনাক্তের তথ্য জানিয়ে তিনি বলেন, বিশ্ব এখন নতুন ও বিপজ্জনক পর্যায়ে উপনীত হয়েছে। নতুন করোনাভাইরাসটি এখনও দ্রুতগতিতে বিস্তার লাভ করছে। এখন ঝুঁঁকির মধ্যে আছেন বিশ্বের বেশির ভাগ মানুষ। গত চব্বিশ ঘণ্টায় আক্রান্তদের অর্ধেকই আমেরিকা অঞ্চলের বাসিন্দা। এর বাইরে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যও রয়েছে সর্বোচ্চ সংক্রমণের তালিকায়।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ার পর নতুন করোনাভাইরাসের সংক্রমণ এখন সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। বিশ্বে এ পর্যন্ত ৮৬ লাখের বেশি কভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। তার মধ্যে সাড়ে চার লাখের বেশি মানুষ মারা গেছে।

ইউরোপকে বিপর্যস্ত করে নতুন করোনাভাইরাসে নাকাল এখন আমেরিকা মহাদেশ। সবচেয়ে বেশি ২২ লাখ রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। এর পরের স্থানেই আছে ব্রাজিল। দেশটিতে এখন ১০ লাখের বেশি করোনা আক্রান্ত। দক্ষিণ এশিয়ায়ও করোনা রোগীর সংখ্যা দ্রুতগতিতে বাড়ছে।

এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান করোনা সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর আবারও জোর দিলেন। তিনি বলেন, টিকা উদ্ভাবন না হওয়া পর্যন্ত এই পরিস্থিতি মোকাবিলা কঠিনই হবে।