ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ কর্মমূখী শিক্ষার মাধ্যমে বদলে যাচ্ছে নারীদের জীবন: আন্তর্জাতিক নারী দিবসে বক্তারা

কর্মমূখী শিক্ষার মাধ্যমে বদলে যাচ্ছে নারীদের জীবন: আন্তর্জাতিক নারী দিবসে বক্তারা

0
534

‘সময় এখন নারীর: উন্নয়নে তাঁরা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মজীবন ধারা’ বাংলাদেশ সরকারের নেওয়া আন্তর্জাতিক নারী দিবসের মূলসুরে উপর দিনাজপুর জেলার কসবায় কাথলিকদের কাথিড্রাল চার্চে পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস।

স্থানীয় নারীদের অংশগ্রহণে ৮ মার্চ, সকাল ৯ টায় দিবসকে ঘিরে বিশেষ আলোচনা সভা ও র‌্যালীর আয়োজন করা হয়।

কাথিড্রাল ধর্মপল্লীর পাল-পুরোহিত সিলাশ কুজুরের সভপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর শহর আওয়ামী লীগের সহ-আহ্বায়ক লাভলী দাশ, কসবা মহিলা ঋনদান সমিতির সহ-সভাপতি মনিকা দাশ, সেন্ট ভিনসেন্ট নার্সিং ট্রেনিং সেন্টারের শিক্ষিকা সিষ্টার কল্যাণী মূর্মূ, ওয়াইডব্লিউসিএ(ণডঈঅ) এর সহ-সভাপতি লিলি মিন্জসহ আরো অনেকে।

বক্তারা নারী পুরুষের সমধিকার আদায়, নারীর নেতৃত্ববোধ ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা, নারীর স্বাস্থ্য সচেতনতা, নারীর চেতনা ও নারীর সামাজিক মর্যাদা নিশ্চিতকরণ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

তারা বলেন, ‘নারীরা আজ সমাজে অনেক দূর এগিয়ে গেছে। তারা স্বশিক্ষায় শিক্ষিত হয়ে দেশে বড় বড় কাজে অবদান রাখছে। বাংলাদেশ সরকার নারীদের অবদানের জন্য বিভিন্ন স্বীকৃতি প্রদান করছে। আর যে নারীরা সমাজের মূল ধারায় এখনো আসতে পারছে না, সরকার তাদের কর্মমূখী শিক্ষা গ্রহণের জন্য বিভিন্ন প্রশিক্ষণের সুযোগ করে দিয়েছে।’

আরবি.আরপি. ৮মার্চ, ২০১৮