ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ কর্মহীন ও অসহায় মানুষদের পাশে ‘প্রমোদ মানকিন ফাউন্ডেশন’

কর্মহীন ও অসহায় মানুষদের পাশে ‘প্রমোদ মানকিন ফাউন্ডেশন’

0
955

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান সরকারি ঘোষণা ও সচেতনতা কার্যকর করার ফলে ময়মসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারের মাঝে প্রমোদ মানকিন (সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রয়াত অ্যাডভোকেট প্রমোদ মানকিন) ফাউন্ডেশনের পক্ষ থেকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। 

গত শনিবার থেকে বিরতিহীনভাবে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রক্রিয়াকরণ শেষে কন্ট্রোল রুম থেকে স্টুয়ার্ড কমিটির মাধ্যমে বাড়ি বাড়ি এ সহায়তা পৌঁছে দেয়া হয়। ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য ও ফাউন্ডেশনটির চেয়ারম্যান জুয়েল আরেং এর সার্বিক তত্ত্বাবধানে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। 

জানা যায়, সংসদ সদস্যদের প্রয়াত পিতার নামে গড়ে তোলা এই ফাউন্ডেশন থেকে দুটি উপজেলার ১৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। আরও ১ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও ফাউন্ডেশন সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়। (বাংলাদেশ প্রতিদিন)