শিরোনাম :
কাককো’র চেয়ারম্যান ও ঢাকা ক্রেডিটের সাবেক প্রেসিডেন্টের মায়ের চল্লিশা অনুষ্ঠান
৭ জুন, দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস (কাককো) লি:-এর চেয়ারম্যান ও ঢাকা ক্রেডিটের সাবেক প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তার মা ফিলোমিনা কস্তার চল্লিশা অনুষ্ঠান গাজীপুর জেলার কালিগঞ্জ থানার অন্তর্গত তুমুলিয়া মিশনের সাধু জোহানের গির্জায় অনুষ্ঠিত।
চল্লিশানুষ্ঠানের খ্রিষ্টযাগ উৎসর্গ করেন ফাদার যাকব স্বপন গমেজ । এ সময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা এমপি অনিমা মুক্তি গমেজ, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্ট, ক্রেডিট কমিটির সদস্য ও সুপারভাইজারি কমিটির সদস্যগণ, হাউজিং সোসাইটির সেক্রেটারি ইমানুয়েল বাপি মন্ডল, বিভিন্ন সমবায় সমিতির সেক্রেটারি ও বোর্ড মেম্বারসহ আরো অনেকে।
ফিলোমিনা কস্তা বার্ধক্যজনিত কারণে ১৭ এপ্রিল, দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে ঢাকার মগবাজারে তার মেয়ের বাসায় মৃত্যুবরণ করেন।