শিরোনাম :
কাককোর মতবিনিময় সভা
কাককোর সদস্য সমিতিগুলোর নেতৃবৃন্দদের নিয়ে অনুষ্ঠিত হলো মতবিনিময় সভা। শনিবার (২২ এপ্রিল) সকাল ১০টায় ঢাকার মোহাম্মদপুরে সিবিসিবি সেন্টারে সমবায় আইন ২০১৭ ও প্রতিনিধির মাধ্যমে সাধারণ সভা ও নির্বাচন সংক্রান্ত বিষয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
কাককোর চেয়ারম্যান নির্মল রোজারিও মতবিনিময় সভায় বলেন, ‘বাংলাদেশের সমবায় আন্দোলনে আমরা মেজর স্টেক হোল্ডার। সমবায়ের মাধ্যমে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। সমবায়ের কর্মী ও নেতা হিসেবে সমবায় আইন ও বিধিমালা প্রনয়ণের সময় আমাদের মতামতের স্পষ্ট প্রতিফলন ঘটেনি। নতুন করে সমবায় বিধিতে যে ধারাগুলো অন্তর্ভূক্ত করা হচ্ছে এখানে আমাদের মতামত প্রদানের সুযোগ রয়েছে। এ প্রেক্ষিতে আমাদের করণীয় কী সেই আলোকে আমাদের এগিয়ে যেতে হবে।’ আগামী দিনে সমবায় আন্দোলনকে এগিয়ে নিতে এবং এর নিরাপত্তা বিধানে দক্ষ নেতৃত্ব ও কর্মীর প্রয়োজনীয়তার কথাও তিনি জোর দিয়ে বলেন।
দেশের সর্ববৃহৎ ক্রেডিট ইউনিয়ন ‘ঢাকা ক্রেডিটে’র প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ সমিতির সাধারণ সদস্যদের ভোটাধিকার অক্ষুন্ন রাখার দাবি জানিয়ে বলেন, ‘সদস্যদের সরাসরি অংশগ্রহণ ও ভোটাধিকার, এজিএম এবং নির্বাচনগুলো প্রাণবন্ত ও মিলনমেলায় পরিণত হয় এবং তাদের মধ্যে ওনারশীপ মনোভাব কাজ করে। কাজেই ২১(১) ধারার প্রতিনিধির মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের আবশ্যিক শব্দটি বাতিল করা প্রয়োজন।’
এ সময় তিনি সবার অংশগ্রহণে গণতান্ত্রিক পন্থায় নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান। তিনি সদস্য সমিতিগুলোর নেতৃবৃন্দের উদ্দেশে তৃণমূল মানুষের উন্নয়নে কাজ করে যাওয়ারও উদাত্ত আহ্বান জানান।
কাককোর চেয়ারম্যান রোজারিও’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই. কোড়াইয়া, ঢাকা মেট্রোপলিটন খ্রীষ্টান হাউজিং সোসাইটির ভাইস-চেয়ারম্যান অনিল লিও কস্তা, কাককোর ভাইস প্রেসিডেন্ট যোসেফ বিভাস গমেজ, সেক্রেটারি সঞ্জিত লিও গমেজ, কাল্বের ডিরেক্টর আন্তনী মাংসাং ছাড়াও সদস্য সমিতিগুলোর সভাপতি ও দেশের নানা প্রান্তের ডেলিগেটবৃন্দ এতে যোগ দেন।
মতবিনিময় সভায় নেতৃবৃন্দ আগামী দিনে সমবায় আন্দোলনকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়া এবং কার্যক্রমকে আরো বেগবান ও গতিশীল করার লক্ষে একযোগে কাজ করে যাওয়ার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
আরবি/এসএস/২২ এপ্রিল, ২০১৭