শিরোনাম :
কাককো’র সমবায়ে কর্ম দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ
ডিসিনিউজ ॥ ঢাকা
দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস্ (কাক্কো) লিমিটেড সমবায়ে কর্ম দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করেছে।
৭-৯ মার্চ মোহাম্মদপুর সিবিসিবি সেন্টারে সমবায়ের নেতৃবৃন্দ ও কর্মীদের নিয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণ শেষে ৯ মার্চ, সন্ধ্যায় সনদ বিতরণের মাধ্যমে উক্ত প্রশিক্ষণ শেষ হয়।
প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়। ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা- ঋণখেলাপীর কারণ ও প্রতিকার, কাককোর চেয়ারম্যান নির্মল রোজারিও-ব্যবস্থাপনা ও ব্যবস্থাপনার নীতিমালা ও পরিকল্পনা প্রনয়ণ পদ্ধতি ও পরিকল্পনার উপাদানসমূহ, হাউজিং সোসাইটির সেক্রেটারি ইম্মান্যুয়েল বাপ্পী মন্ডল-সিদ্ধান্ত ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া, ঢাকা ক্রেডিটের সিইও লিটন টমাস রোজারিও- ঋণ ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা ও প্রতিষ্ঠানের ঝুঁকি ব্যবস্থাপনা, ন্যাশনাল ওয়াইএমসিএ’র সেক্রেটারি নিপুন সাংমা- কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ ও সময় ব্যবস্থাপনা পদ্ধতি, ড. ফাদার লিটন হিউবার্ট গমেজ সিএসসি- অফিস ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা, কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ে ধারণা ও দক্ষকর্মী করতে করণীয়সমূহ, কাককোর সেক্রেটারি ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন- মানসম্মত সেবাপ্রদান পদ্ধতি ও দলীয়চেতনা-চেতনাবোধ গড়ে তোলার উপায়, ঢাকা ক্রেডিটের লোন রিকোভারি বিভাগের সহকারী ম্যানেজার ইনচার্জ রিচার্ড রোজারিও- খেলাপী ঋণ আদায় পদ্ধতি বিষয়বস্তু নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করেন।
কাক্কো’র সেক্রেটারি ডমিনিক রঞ্জন পিউরীফিকেশনের সঞ্চালনায় কাক্কো’র চেয়ারম্যান নির্মল রোজারিও’র সভাপতিত্বে ৭ মার্চ এই কর্মশালা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাক্কো’র ভাইস-চেয়ারম্যান অনিল লিও কস্তা, ডিরেক্টর কাজল শিমন ডি’ কস্তা, ডেভিড রোজারিও, অভ্যন্তরীন নিরীক্ষা কোষের সচিব তমাল গমেজ, নির্বাহী কর্মকর্তা ফ্রান্সিস ডি’ কস্তা, প্রশিক্ষণ, সম্প্রসারণ ও অডিট কর্মকর্তা রবার্ট গমেজ-সহ কাক্কো’র কর্মীবৃন্দ।
সমাপনী অনুষ্ঠানে কাককোর চেয়াম্যান নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, হাউজিং সোসাইটির চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন, সেক্রেটারি ইম্মান্যুয়েল বাপ্পী মন্ডল, কাককোর ভাইস-চেয়ারম্যান অনিল লিও কস্তা, বহুমুখী সমবায় সমিতির চেয়ারম্যান প্রদীপ বিশ্বাস, তুইতাল ক্রেডিটের প্রাক্তন চেয়ারম্যান মেরীলিন গমেজসহ আরো অনেকে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।
ঢাকা বিভাগের ১১টি সমবায় সমিতি হতে বোর্ড সদস্য, অফিস কর্মকর্তা ও কর্মীসহ মোট ৩২ জন প্রশিক্ষণার্থী এই কর্মশালায় অংশগ্রহণ করেন।