ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ কাককো’র ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কাককো’র ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

0
383

দি সেন্টাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস (কাক্কো) লিমিটেড এর ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ ফেব্রুয়ারি, বুধবার সন্ধ্যা ৬টায় ঢাকা ক্রেডিটের বিকে গুড কনফারেন্স হলে এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। কাককো’র সেক্রেটারি সঞ্জিত লিও কস্তার সঞ্চালনায় ও চেয়ারম্যান নির্মল রোজারিও’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটির চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই. কোড়াইয়া, কাল্বের সেক্রেটারি এমদাদ হোসেন মালেক, ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেস্টার গমেজ, সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, কাক্কোর চ্যাপলেইন ড. ফাদার লিটন হিউবার্ট গমেজ ও ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট হিউবার্ট ফকিরসহ কাক্কো পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

দেশের নানা প্রান্তের সদস্য সমবায় সমিতিগুলোর ডেলিগেট ও প্রতিনিধিরা কাক্কোর এই বার্ষিক সভায় অংশ নেয়।

কাককো’র চেয়ারম্যানের স্বাগত ভাষণের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে সভার কার্যসূচী অনুযায়ী পর্যায়ক্রমে ৫ম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ, ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম প্রতিবেদন পেশ, আর্থিক প্রতিবেদন উপস্থাপন, প্রস্তাবিত বাজেট পর্যালোচনা, নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা, উপ-আইন পুনঃপ্রণয়ন করা হয়। উত্থাপিত প্রস্তাবগুলো সবার সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়।

01কাককো’র চ্যাপলেইন ড. ফাদার লিটন বলেন, ‘আপনাদের মেধা, মনন ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে কাক্কোকে এগিয়ে নিতে হবে। সেজন্য লিডারদের এগিয়ে আসতে হবে, অংশগ্রহণ করতে হবে। ঋণখেলাপি, অলস মানি, নেতৃত্বের কোন্দল ও একাধিক সদস্যপদ গ্রহণ বন্ধ করতে হবে।’ তিনি আশা প্রকাশ করে বলেন, প্রাথমিক সমিতিগুলো নিয়ে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হলে কাক্কো অনেকদূর এগিয়ে যাবে।’

খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া বলেন, ‘কাককো অন্যান্য সমিতিগুলোর সাথে পারষ্পরিক সম্পর্ক জোড়দারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’ পাশাপাশি তিনি টাঙ্গাইলের মধুপুরে কৃষিভিত্তিক প্রকল্প গ্রহণ লাভজনক হতে পারে বলেও মত দেন ‘

হাউজিং সোসাইটির চেয়ারম্যান পিউরীফিকেশন বলেন, ‘ভেদাভেদহীন সুন্দর সমাজ বিনির্মাণে কাক্কো কাজ করে যাচ্ছে। কাক্কো স্বল্প সময়ের পরিসরে ভাল কাজ করছে, ভবিষ্যতেও করবে। নিয়মতান্ত্রিক ভাবে অন্যান্য সমবায় সমিতিগুলোর সাথে সমন্বয় সাধন করবে এবং পাশাপাশি সারা দেশব্যাপী কার্যক্রম বিস্তৃত করবে।’ তিনি অন্যান্য সমবায় সমিতিগুলোকে কাক্কো’র সদস্যপদ গ্রহণের আহ্বান জানান।

ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ সভার সাফল্য কামনা করে বলেন, ‘সমবায় সমিতিগুলোকে অনলাইন কার্যক্রমের আওতায় নিয়ে আসার জন্য উদ্ধুদ্ধ করতে হবে। কাক্কো’র মাধ্যমে নেতৃত্ব গড়ে তোলা, প্রাথমিক সোসাইটিগুলোকে নেতৃত্ব ও শিক্ষা দান করতে হবে। যাতে নেতৃত্বের কোন্দল তৈরি না হয়। পাশাপাশি কাক্কোকে যুগোপযোগী বিভিন্ন দৃশ্যমান কার্যক্রম হাতে নিতে হবে।’

03কাককো’র চেয়ারম্যান রোজারিও বলেন, ‘কাককো সদস্য সমিতিগুলোকে টেকনিক্যাল সাপোর্ট, নিয়মিত প্রশিক্ষণ দিয়ে যাবে। কাক্কো আমাদের সবার প্রতিষ্ঠান। সবাইকে এগিয়ে আসতে হবে, সহযোগিতার হাত বাড়াতে হবে। কাক্কোর উত্তরোত্তর সমৃদ্ধির জন্য সদস্য সমিতিগুলো নিয়ে বাণিজ্যিক প্রকল্প গ্রহণ করা করতে হবে। সবার সহযোগিতায় কাক্কো অনেকদূর এগিয়ে যেতে পারে।’ পাশাপাশি তিনি সমিতিগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনয়নের জন্য এর কার্যক্রম ডিজিটালাইজড করার উপরও গুরুত্বারোপ করেন।

কাককো’র উদ্যোগে একটি মিনারেল ওয়াটার প্ল্যান্ট গ্রহণ, একটি চাইনিজ/ বাংলা রেষ্টুরেন্ট প্রতিষ্ঠা ও যৌথ উদ্যোগে টাঙ্গাইলের জলছত্রে কৃষিভিত্তিক প্রকল্প হাতে নেওয়াসহ কাক্কোর জন্য একটি নিজস্ব ভবন প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা হয়।

শক্তিশালী সমবায় আন্দোলনের মাধ্যমে একটি আত্মনির্ভরশীল খ্রিস্টান সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে ২০০৭ সালে দি সেন্টাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস (কাককো)-এর অগ্রযাত্রা শুরু হয়। বর্তমানে কাককো ক্রেডিট মনিটরিং সিস্টেম, আন্তঃঋণ কার্যক্রম, স্থায়ী আমানত প্রকল্প, সদস্য সেবা প্রদান ও নিয়মিত প্রশিক্ষণ প্রদান করে যাচ্ছে।

এসএস/আরপি/আরবি/২৩ ফেব্রুয়ারি, ২০১৭