ঢাকা ,
বার : শুক্রবার
তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১৩ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ কাককো লিমিটেডের দায়িত্বগ্রহণ করলেন পংকজ গিলবার্ট কস্তা

কাককো লিমিটেডের দায়িত্বগ্রহণ করলেন পংকজ গিলবার্ট কস্তা

0
217

ডিসিনিউজ ।। ঢাকা

দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস (কাককো) লিমিটেডের চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করেছেন পংকজ গিলবার্ট কস্তা। কাককো লিমিটেডের সাবেক চেয়ারম্যান নির্মল রোজারিও আনুষ্ঠানিকভাবে পংকজ গিলবার্ট কস্তা ও তার নির্বাচিত বোর্ডকে এই দায়িত্ব হস্তান্তর করেন।

৫ জুলাই,  সন্ধ্যা ৭ টায় কাককো লিঃ-এর  বিদায়ী ও নবনির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের এই দায়িত্ব হস্তান্তর সভা অনুষ্ঠিত হয়। এ সময় ব্যবস্থাপনা পরিষদ এবং অভ্যন্তরীণ নিরীক্ষা কোষ-এর সকল সদস্যবৃন্দ নবনির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।

অনুষ্ঠানে সকলে পরষ্পর শুভেচ্ছা বিনিময় করেন এবং ঐক্যবদ্ধভাবে কাককো’র কার্যক্রমকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, কাককো’র ভাইস-চেয়ারম্যান অনিল লিও কস্তা, সেক্রেটারি ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন, বিদায়ী ট্রেজারার প্রদীপ সরকারসহ আরো অনেকে।

উল্লেখ্য, পংকজ গিলবার্ট কস্তা বর্তমানে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ও বাংলাদেশ আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।