ঢাকা ,
বার : শুক্রবার
তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১২ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ কাককো লিমিটেডের স্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন ও আশীর্বাদ অনুষ্ঠান

কাককো লিমিটেডের স্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন ও আশীর্বাদ অনুষ্ঠান

0
248

ডিসিনিউজ ।। ঢাকা

অনুষ্ঠিত হলো দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস্ (কাককো) লি:-এর স্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন ও আশীর্বাদ অনুষ্ঠান।

১৮ জুন, বিকেল সাড়ে ৫টায় মনিপুরীপাড়ায় কাককোর নিজস্ব কার্যালয়ে সেন্ট্রাল এসোসিয়েশনের চেয়ারম্যান নির্মল রোজারিও’র সভাপতিত্বে এই অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি, ঢাকার আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ ওএমআই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় অধিদপ্তরের মহাপরিচালক ও নিবন্ধক ড. মো. হারুন-অর-রশিদ বিশ্বাস, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ও বাংলাদেশ আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য পংকজ গিলবার্ট কস্তা, কাককো’র চ্যাপলেইন ড. ফাদার লিটন গমেজ সিএসসি, মনিপুরীপাড়া কল্যান সমিতির সেক্রেটারি মিন্টু চৌধুরী, মেট্রোপলিটান হাউজিং সোসাইটির ভাইস-চেয়ারম্যান অপূর্ব যাকোব রোজারিও প্রমুখ।

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের সেক্রেটারি লিটন টমাস রোজারিওসহ কাককো লিমিটেডের প্রতিনিধিবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘খ্রিষ্টান সম্প্রদায় জাতিগতভাবে শান্ত প্রকৃতির। তাদের সততা এবং ধৈর্য সামনের দিকে এগিয়ে নেয়। বাংলাদেশে সমবায় আন্দোলনে খ্রিষ্টানদের সমিতিগুলো সফলভাবে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আমি এই পর্যন্ত শুনিনি, কোনো খ্রিষ্টান সমবায় সমিতি দুর্নীতি করে ডুবে গেছে। আজ কাককো লিমিটেড নিজস্ব কার্যালয় উদ্বোধন করছে। ২০০৭ সালে কাককো যাত্রা শুরু করে এত অল্প সময়ে নিজস্ব কার্যালয় স্থাপন করা সম্ভব হয়েছে খ্রিষ্টীয় মূল্যবোধ চর্চার জোরেই। আমি আশা করবো, সকল খ্রিষ্টান সমিতিগুলোর অভিভাবক সমিতি হয়ে কাককো আরো উচ্চতায় উঠবে।’

এ সময় অন্যান্য বক্তারা কাককো লিমিটেডের প্রশংসা করে বলেন, ‘খুব অল্প সময়ের মধ্যে কাককো তার সক্ষমতা প্রমাণ করেছে। অডিট, প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে কাককো সফলভাবে কার্যক্রম পরিচালনা করছে। কাককো লিমিটেডের সফটওয়ার ব্যবহার করে ঋণখেলাপী রোধ করা সম্ভব, তাই বিভিন্ন সমিতি যেন কাককো’র সফটওয়ার ব্যবস্থাপনার সেবা গ্রহণ করে সমিতির উন্নয়নে অংশীদার হয়। আজ কাককো লিমিটেডের নিজস্ব কার্যালয় উদ্বোধন করছে, এই আনন্দঘন মুহূর্তে আমরা কাককো’র সফলতা কামনা করি।’
এ দিন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ কার্যালয়ের ফলক উন্মোচন করেন কার্যালয়ের শুভ উদ্বোধন করেন। এ ছাড়াও আর্চবিশপ বিজয় প্রার্থনা ও পবিত্র জল সিঞ্চন করে কার্যালয় আশীর্বাদ করেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দদের সম্মাননা ক্রেস প্রদান করা হয়।
কাককো’র সেক্রেটারি ডমিনিক রঞ্জন পিউরীফিকেশনের সঞ্চালনায় শেষে ধন্যবাদ বক্তব্য রাখেন ভাইস-চেয়ারম্যান অনিল লিও কস্তা।