শিরোনাম :
কাককো লি:-এর নবনির্বাচিত চেয়ারম্যান পংকজ গিলবার্ট কস্তাকে ঢাকা ক্রেডিটের শুভেচ্ছা প্রদান
ডিসিনিউজ ।। ঢাকা
পংকজ গিলবার্ট কস্তা দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস (কাককো) লি:-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্বগ্রহণে ঢাকা ক্রেডিটের পরিচালনা পর্ষদ এবং কর্মীদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।
৬ জুলাই ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়ে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা কাককো লি:-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্বগ্রহণে ঢাকা ক্রেডিট পরিবার এই শুভেচ্ছা জানান। এ সময় তাঁর সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করেন উপস্থিত নেতৃবৃন্দ।
শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে ঢাকা ক্রেডিটের ট্রেজারার রতন পিটার কোড়াইয়া, ক্রেডিট কমিটির সেক্রেটারি সুব্রত রিচার্ড রোজারিও, প্রধান নির্বাহী অফিসার লিটন টমাস রোজারিও, অতিরিক্ত প্রধান নির্বাহী অফিসার ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন, সিও স্বপন রোজারিও, আইন পরামর্শক শাহীন বেপারীসহ কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।