ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট কাককো লি:-এর নবনির্বাচিত চেয়ারম্যান পংকজ গিলবার্ট, সেক্রেটারি ডমিনিক রঞ্জন এবং কালাচাঁদপুর এলাকার...

কাককো লি:-এর নবনির্বাচিত চেয়ারম্যান পংকজ গিলবার্ট, সেক্রেটারি ডমিনিক রঞ্জন এবং কালাচাঁদপুর এলাকার নকমা অন্তর মানকিন’কে শুভেচ্ছা প্রদান

0
215

ডিসিনিউজ ।। ঢাকা

পংকজ গিলবার্ট কস্তা ও ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস (কাককো) লি:-এর চেয়ারম্যান এবং সেক্রেটারি হিসেবে দায়িত্বগ্রহণে ঢাকা ক্রেডিটের পরিচালনা পর্ষদ এবং কর্মীদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। সেই সাথে অন্তর মানকিন কালাচাঁদপুর ও বনানী এলকার নকমা নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানানো হয়।

৯ জুলাই ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়ে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা কাককো লি:-এর চেয়ারম্যান হিসেবে ও ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন সেক্রেটারির দায়িত্বগ্রহণে ঢাকা ক্রেডিট পরিবার এই শুভেচ্ছা জানান। এ ছাড়াও অন্তর মানকিন নকমা ও তাঁর স্ত্রী রোজমেরী স্নাল নকমী হিসেবে এক বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেন। তাদের এই অর্জনকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা জানানো হয়। অন্তর মানকিন ঢাকা ক্রেডিটের ক্রেডিট কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এ সময় তাঁর সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করেন উপস্থিত নেতৃবৃন্দ।

শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ট্রেজারার রতন পিটার কোড়াইয়াসহ পরিচালনা পর্ষদ ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।