ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ কাককো লি:-এর সাথে আঠারোগ্রামের বিভিন্ন সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় সভা

কাককো লি:-এর সাথে আঠারোগ্রামের বিভিন্ন সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় সভা

0
336

ডিসিনিউজ ।। বান্দুরা

আঠারোগ্রামের বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় অংশ নিয়েছে কাককো’র নেতৃবৃন্দ।

কাককোর চেয়ারম্যান পংকজ গিলবার্ট কস্তার নেতৃত্বে ৫ আগস্ট, ঢাকা ক্রেডিটের বান্দুরা বহুমুখী প্রকল্পের কনফারেন্স হলে আঠারগ্রাম অঞ্চলের সমবায় সমিতিসমূহের নেতৃবৃন্দের সাথে কাককো’র নবনির্বাচিত বোর্ডের শুভেচ্ছা ও মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় কাককো’র পক্ষে ভাইস-চেয়ারম্যান অনিল লিও কস্তা, সেক্রেটারী ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন, ডিরেক্টর ডেভিড রোজারিও, নিকোলাস আর. কোড়াইয়া, ঢাকা ক্রেডিট-এর ট্রেজারার পিটার রতন কোড়াইয়া ও কাককো’র কর্মকর্তাবৃন্দ এবং বৃহত্তর আাঠারগ্রাম অঞ্চলের হাসনাবাদ, তুইতাল, গোল্লা, বক্সনগর এলাকা থেকে সমবায় সমিতিসমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান পংকজ গিলবার্ট কস্তা বর্তমানে সমবায় সমিতিসমূহের প্রধান সমস্যা খেলাপী ঋণ নিয়ে আলোচনা করেন। খেলাপী ঋণ প্রতিরোধে অনুৎপাদনশীল খাতে ঋণ প্রদান বন্ধ করে সকলকে উৎপাদনশীল খাতে ঋণ প্রদানের আহ্বান জানান। এ সময় তিনি নিজেদের মধ্যে সমন্বিত বিনিয়োগ করার আহ্বান জানান।

অংশগ্রহণকারী নেতৃবৃন্দ সমিতিসমূহের বর্তমান সময়ের বিভিন্ন সমস্যাসমূহ তুলে ধরেন। যেমনঃ ঋণ খেলাপী সমস্যা, বিনিয়োগ ক্ষেত্র নির্ধারণে সমস্যা, নির্বাচনে অধিক ব্যয় সমস্যা, সদস্যদের প্রশিক্ষণ গ্রহণে অনীহা ইত্যাদি।
কাককোর ভাইস-চেয়ারম্যান অনিল লিও কস্তা’র ধন্যবাদ বক্তব্যের মাধ্যমে মতবিনিময় সভা সমাপ্ত হয়।