শিরোনাম :
কাককো লি:-এর ২য় ত্রি-বার্ষিক ও পরিপ্রেক্ষিত কর্মপরিকল্পনা কর্মশালা এবং ওয়েবপেইজ উদ্বোধন
ডিসিনিউজ ।। গাজীপুর
অনুষ্ঠিত হলো দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস (কাককো) লি:-এর ২য় ত্রি-বার্ষিক ও পরিপ্রেক্ষিত কর্মপরিকল্পনা কর্মশালা। সেই সাথে উদ্বোধন করা হলো কাককো’র caccoltdbd.com-এর নিজস্ব ওয়েবপেইজ।
১৫-১৬ সেপ্টেম্বর, দুই দিনব্যাপী কাককো লি:-এর চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক উপ-কমিটির সদস্য পংকজ গিলবার্ট কস্তার নেতৃত্বে গাজীপুর জেলার, কালীগঞ্জ থানায় মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি:-এর কেএসবি কমার্শিয়াল ভবনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় কাককো’র প্রথম ত্রি-বার্ষিক কর্মপরিকল্পনার অগ্রগতি সম্পর্কে ধারনা, সমবায় আন্দোলনের বর্তমান বাস্তবতা ও কাককো’র সোয়াট উপস্থাপনা, কাককো’র ফোরাম কর্তৃক ১০ দফা ঘোষণাপত্র উপস্থাপন, ত্রি-বার্ষিক ও পরিপ্রেক্ষিত কর্মপরিকল্পনা প্রনয়ণ, প্রাতিষ্ঠানিক ওয়েবপেইজ উদ্বোধন এবং বিগত বিদায়ী বোর্ডের কর্মকর্তাদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাককো লি:-এর প্রতিষ্ঠাতা ও বিদায়ী চেয়ারম্যান এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল রোজারিও, কাককো’র চ্যাপলেইন ড. ফাদার লিটন হিউবার্ট গমেজ সিএসসি, ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট ও এশিয়া প্যাসিফিক এলায়েন্স অব ওয়াইএমসিএস’র প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:-এর চেয়ারম্যান আগস্টিন পিউরীফিকেশন, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি হেমন্ত আই. কোড়াইয়া, প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিও, কাককো’র ভাইস-চেয়ারম্যান অনিল লিও কস্তা, সেক্রেটারি ডমিনিক রঞ্জন পিউরীফিকেশনসহ পরিচালনা পর্ষদ এবং ডেলিগেট বৃন্দ।
কর্মশালাটি সঞ্চালনা করেন কাককো’র সেক্রেটারি ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন।
কাককোর চেয়ারম্যান পংকজ গিলবার্ট কস্তা স্বাগত বক্তব্যে বলেন, ‘আমরা যারা সমবায় সমিতি করি, তাদের অনেক কিছু নিয়ে ভাবতে হয়। বর্তমানে সমবায় অধিদপ্তরও আমাদের সমিতিগুলোর নেতৃবৃন্দদের গুরুত্ব দেয়। আবার একটি কেন্দ্রীয় সমিতির ব্যাপক দুর্নীতির জন্য সরকারী পর্যায়ে আমাদের দুর্নাম রয়েছে। যদিও তাদের এটা ভুল ধারণা। আমরা এমনভাবে সমিতিকে নেতৃত্ব দিতে চাই, যেখানে স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত হবে। ইতিমধ্যে কাককো’র কিছু সদস্য সমিতি কাককোর’র সফট্ওয়্যারের আওতায় এসেছে, এখনো যারা হয়নি, আশা করি অচিরেই তারা সফট্ওয়্যার ব্যবহার শুরু করবেন। এতে যেমন ঋণখেলাপীর হার কমবে, তেমনি ঝুঁকিও কমে যাবে।’
কাককো লি:-এর প্রতিষ্ঠাতা ও বিদায়ী চেয়ারম্যান এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল রোজারিও বলেন, ‘আমরা অনেকগুলো লক্ষ্য নিয়ে কাককো’র কার্যক্রম শুরু করেছিলাম। এখন আরো নতুন নতুন চিন্তা-ভাবনা করে আমাদের কার্যক্রম এগিয়ে নিতে হবে। আমাদের অনেক চ্যালেঞ্জ রয়েছে, সকল বাধা-বিপত্তি উৎড়ে আমাদের চ্যালেঞ্জগুলো গ্রহণ করতে হবে। আমাদের আর্থিক বিনিয়োগ একটি বড় চ্যালেঞ্জ। আমরা কিভাবে, কোথায় আমাদের অর্থ বিনিয়োগ করতে পারি এবং সেখান থেকে আয় করতে পারি, তা খুঁজতে হবে। আমাদের বিনিয়োগের মাধ্যমে আয় না হলে, টিকে থাকা সম্ভব হবে না। আমাদের আর্থিক ব্যবস্থাপনা সুনির্দিষ্টভাবে চালিয়ে যেতে হবে। এ ছাড়াও সমবায় সমিতিগুলোতে আমাদের পেশাদারিত্ব আনতে হবে।’
চ্যাপলেইন ড. ফাদার লিটন বলেন, ‘খ্রিষ্টান বিশ্বের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস ‘ইকোমী অব ফ্রান্সিসকো’ নামে একটি অর্থনৈতিক মডেল দিয়েছেন। বিশেষ করে যুবাদের উদ্বুদ্ধ করার জন্য তিনি এই মডেল দিয়েছেন। আর এই মডেলটি সমবায় সমিতিগুলোর সাথে মিলে যায়। এই অর্থনীতি হবে অন্তর্ভুক্তিমূলক, সেখানে সবাই অংশগ্রহণ করতে পারবে। আমরাও সেইভাবে ট্রান্সফরমেশনের মাধ্যমে মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। যে অর্থনীতি হলো মানুষ কেন্দ্রিক। আমরা বিভিন্ন ক্রেডিট ইউনিয়ন পরিচালনা করি, কিন্তু আর্থিক স্বচ্ছতা ও সুবিন্যস্ত করতে আমাদের বিশেষায়িত ক্রেডিট ইউনিয়ন গড়ে তুলতে হবে।’
হাউজিং সোসাইটির চেয়ারম্যান আগস্টিন পিউরীফিকেশন বলেন, ‘আজ সারা দেশে কাবলবের নেতৃত্বের প্রতি নিন্দা ও ধিক্কার জানাচ্ছে। আজকের ফোরামের যারা রয়েছেন, তারা সবাই মিলে যদি কালবের বিতর্কীত ও দুস্কৃতি বন্ধ করতে চান, তাহলে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। তাহলেই কালব পুনরায় তার সুনাম ফিরে পাবে। কাককো লি: বর্তমানে সুনামের সাথে অভিভাবক সমিতি হিসেবে কাজ করে যাচ্ছে। এই কেন্দ্রীয় সমিতি কালবের চেয়ে আরো ভাল কাজ করবে। ইতিমধ্যে কাককো তার নিজের সক্ষমতা প্রমাণ করেছে। আশা করি, সকলের সহযোগিতায় কাককো লি: আরো এগিয়ে যাবে।’
ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট ও এশিয়া প্যাসিফিক এলায়েন্স অব ওয়াইএমসিএস’র প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ বলেন, ‘আজকে কাককো’র নতুন নেতৃত্ব এসেছে। আশা করি, তারা খুব ভাল করবে। আমরা যেন কাককো’র মাধ্যমে সারা বাংলাদেশে সমবায় আন্দোলনের সুফল ছড়িয়ে দিতে পারি।
অনুষ্ঠানের প্রথম দিনের কর্মসূচীর মধ্যে ছিল কাককো’র চেয়ারম্যানের স্বাগত বক্তব্য, কাককো’র প্রথম ত্রি-বার্ষিক কর্মপরিকল্পনার অগ্রগতি সম্পর্কে ধারনা, সমবায় আন্দোলনের বর্তমান বাস্তবতা ও কাককো’র সোয়াাট উপস্থাপনা।
কর্মশালার দ্বিতীয় দিন কাককো’র ফোরাম কর্তৃক ১০ দফা ঘোষণাপত্র উপস্থাপন, ত্রি-বার্ষিক ও পরিপ্রেক্ষিত কর্মপরিকল্পনা প্রনয়ণ, দলীয় ও অংশগ্রহণমূলক মুক্তালোচনা এবং বিগত বিদায়ী বোর্ডের কর্মকর্তাদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় চেয়ারম্যান পংকজ গিলবার্ট কস্তা সকল অতিথিদের নিয়ে কাককো’র ওয়েবপেইজের শুভ উদ্বোধন করেন।
উল্লেখ্য, ১ মে, ২০০৭ খ্রিষ্টাব্দ ‘শক্তিশালী সমবায় আন্দোলনের মাধ্যমে একটি আত্মনির্ভরশীল খ্রিষ্টান সমাজ’ বিনিমার্ণে প্রতিষ্ঠিত হয় দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস্ (কাককো) লি:। সেই লক্ষ্য নিয়েই ১৫ বছর ধরে কাক্কো তার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। নিরবিচ্ছিন্ন যোগাযোগ ও সহযোগিতার মাধ্যমে কাক্কো হয়ে উঠেছে সমবায় সমিতিগুলোর অভিভাবক সমিতি। বর্তমানে ৪২টি সদস্য সমিতি, ৩টি অনুমোদিত সমিতি ও একটি সহযোগী সমিতি নিয়ে সমগ্র ঢাকা বিভাগে কার্যক্রম পরিচালনা করলেও আরো তিনটি বিভাগ ময়মনসিংহ, সিলেট ও রাজশাহীতে কার্যক্রম বিস্তৃত করার প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটির মূলধন রয়েছে ৩৯ কোটি টাকারও বেশি।
কাককো প্রতিষ্ঠার অন্যতম একটি উদ্দেশ্য ছিল ঋণখেলাপী প্রতিরোধের বিষয়ে কার্যকরী ভ‚মিকা রাখা। তারই ধারাবাহিকতায় ‘কাককো ক্রেডিট মনিটরিং সিস্টেম’ কার্যক্রম অনলাইনের মাধ্যমে চলমান রেখেছে যা সদস্য সমিতিসমূহের খেলাপী ঋণ প্রতিরোধে প্রশংসনীয় ভ‚মিকা রাখছে।
এ ছাড়াও গুরুত্বপূর্ণ কার্যক্রমের মধ্যে রয়েছে আন্তঃঋণ কার্যক্রম যার মাধ্যমে নীতিমালা অনুযায়ী সদস্য সমিতিসমূহকে সর্বোচ্চ ১০ কোটি টাকা ঋণ প্রদান করা হয়। রয়েছে বিভিন্ন মেয়াদী স্থায়ী আমানত প্রকল্প, হিসাব সেবা প্রদান। কাক্কো’র এযাবৎকালের বড় সাফল্য হলো বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানে অভ্যন্তরীন অডিট সার্ভিস প্রদান করা। ম্যানুয়াল ও সফট্ওয়্যার উভয় পদ্ধতিতে অভ্যন্তরীণ অডিট সেবা প্রদান করে ইতিমধ্যে বেশকিছু সমবায় প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা আনয়নে বড় ধরণের ভ‚মিকা রেখেছে কাক্কো লিঃ। প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য আরেকটি কার্যক্রম হলো প্রশিক্ষণ প্রদান। সমবায় সমিতিকে টেকসই, শক্তিশালী ও আত্মনির্ভরশীল করার লক্ষ্যে কাক্কো বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানের মধ্যে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তার মধ্যে সমবায় সমিতির ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কোর্স, ঋণ ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কোর্স, হিসাব ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কোর্স, আর্থিক ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কোর্স, মানবসম্পদ উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ কোর্স, কর্মী দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ কোর্স, ঝুঁকি ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কোর্স, প্রোডাক্ট উন্নয়ন ও বিপণন ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কোর্স, নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কোর্স, অফিস ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্র্স অন্যতম। এ ছাড়াও দীর্ঘমেয়াদী সমবায় বিষয়ক ডিপ্লোমা কোর্স শুরু করার পরিকল্পনা রয়েছে।