শিরোনাম :
কাককোর ত্রি বার্ষিক কর্মপরিকল্পনা ও মতবিনিময় সভা
ডিসি নিউজ ||
সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস লি: (কাককোর) এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও বর্তমান সময়ে সমবায় ভাবনা বিষয়ক মতবিনিময় সভা।
১৮ অক্টোবর গাজীপুরের কুচিলাবাড়ীতে ঢাকা ক্রেডিটের রিসোট এন্ড ট্রেনিং সেন্টার অনুষ্ঠত এই সভায় সভাপতিত্ব করেন কাক্কোর চেয়ারম্যান নির্মল রোজারিও। সাথে উপস্থিত ছিলেন কাক্কোর চ্যাপলেইন ড. ফাদার লিটন গমেজ, সিএসসি, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, ট্রেজারার বিপুল লরেন্স গমেজ, ডিরেক্টর আগষ্টিন প্রতাপ গমেজ, রতন পিটার কোড়ায়া, আলবার্ট আশিস বিশ^াসসহ প্রায় ৬৫ জন।
প্রথম পর্বে অনুষ্ঠিত হয় কাক্কোর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা। দুপুরে খাবার পর অনুষ্ঠিত হয় ভাওয়াল এলাকার খ্রিষ্টান ক্রেডিট ইউনিয়নগুলোর সদস্য ও নেতৃবৃন্দের উপস্থিতিতে মত বিনিময় সভা।
মত বিনিময় সভায় নির্মল রোজারিও বলেন, আমাদের সমাজে ঋণ খেলাপি মাথ্য ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই সকল সমিতিগুলো ঐক্য বন্ধ হয়ে কাজ করতে হবে যেন কোন ি ঋণ খেলাপি সদস্য অন্য কোন সমিতিগুলো থেকে ঋণ নিতে না পারে।
তিনি জানন, বর্তমানে ২০ ভাগ সদস্য ঋণ লেখাপী রয়েছে।
ফাদার লিটন গমেজ তার বক্তব্যে বলেন, সমবায় সমিতিগুলোর কাজ শুধু ঋণ দেওয়া না কিন্তু সদস্যদের সাথে জার্নি করা। সদস্যদের সাথে থাকা। তারা ঋণ নিয়ে কি করছে তা পর্যবেক্ষণ করা।
কাক্কো ত্রি বার্ষিক কর্মপরিকল্পনার বিষয়ে কাক্কোর সেক্রেটারি রঞ্জন ডমিনিক পিউরীফিকেশন ডিসি নিউজকে বলেন, ‘আজ কর্মশালার মাধ্যমে আমরা কাক্কোর সবলতা, দুর্বলতা, ঝুঁকি ও সুবিধাগুলো নিয়ে পর্যালোচনা করেছি। আমরা এগুলো বিশ্লেষণ করে আগামী তিন বছরের জন্য কর্মসূচি হাতে নিয়েছি।’
তিনি আরো বলেন, আমারা চাই দেশের সব খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলতে। আরো বেশি সমবায় সমিতিগুলোকে আমাদের সদস্য করতে।’
বর্তমানে ৩৯টি সমবায় সমিতি কাক্কোর সদস্য।
কাক্কোর ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে কর্মী ও কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান, নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ, ঋণ খেলাপি দূরীকরণে ট্রেনিং, আঞ্চলিক শিক্ষা সেমিনার আয়োজন ইত্যাদি।