ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ কাথলিক ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নৈতিকতা জ্ঞানসম্পন্ন হওয়া দরকার: আর্চবিশপ মজেস

কাথলিক ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নৈতিকতা জ্ঞানসম্পন্ন হওয়া দরকার: আর্চবিশপ মজেস

0
557

‘স্বাস্থ্যসেবাকর্মীরা ঈশ্বরের বিশেষ দানে সিক্ত। তারা কষ্টভোগী মানুষকে কষ্ট লাঘবে সহায়তা করেন’ বলে মন্তব্য করেন আর্চবিশপ মজেস এম. কস্তা সিএসসি।

২০ অক্টোবর, সিবিসিবি’র মিলনায়তনে বাংলাদেশের বিশপ সম্মিলনী’র জাতীয় স্বাস্থ্য কমিশনের বার্ষিক সভায় জাতীয় স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান আর্চবিশপ মজেস আরো বলেন, ‘কাথলিক ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নৈতিকতা জ্ঞান সম্পন্ন হওয়া দরকার।’

দেশের আটটি ধর্মপ্রদেশ থেকে স্বাস্থ্য কমিশনের প্রতিনিধিবৃন্দ, সিএইচ-এনএফপি, বারাকা, বাংলাদেশ ক্যাথলিক নার্সেস গিল্ড (বিসিএনজি), ফেইথ এন্ড লাইট- সেবা, এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাথলিক ডক্টরস্ অ্যােেসাসিয়েশন (এবিসিডি) এর বিগত বছরের কার্যবিবরণী ও আগামী বছরের পরিকল্পনা এ সভায় আলোচিত হয়।

সিলেট ধর্মপ্রদেশের স্বাস্থ্য কমিশনের কনভেনর ফাদার কাজল লিনুস গমেজ ওএমআই এর প্রার্থনার মাধ্যমে বার্ষিক সভা শুরু হয়।

সভায়, জাতীয় স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান আর্চবিশপ মজেস চট্টগ্রাম মহাধর্মপ্রদেশের আর্চবিশপ মনোনীত হবার জন্য ঢাকা মহাধর্মপ্রদেশের স্বাস্থ্য কমিশনের সেক্রেটারী ডা. সিষ্টার মেরী অর্পা এসএমআরএ সকলের পক্ষে ফুল দিয়ে বরন ও অভিনন্দন জানান।

এ দিন জাতীয় স্বাস্থ্য কমিশনের ৫ সদস্যবিশিষ্ট এক্সিকিউটিভ কমিটি গঠিত হয়। কমিটিতে জাতীয় স্বাস্থ্য কমিশনের সেক্রেটারী ডা. এডুয়ার্ড পল্লব রোজারিও হেলথ্ এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. সিষ্টার মেরী অর্পা এসএমআরএ সেক্রেটারী মনোনীত হন।

এ সময় আর্চবিশপ মজেস পন্টিফিক্যাল কাউন্সিল ফর পাস্টরাল অ্যাসিস্টেন্স টু হেলথ্ কেয়ার ওর্য়াকার এর হেলথ্ চার্টার বিষয়ে কাথলিক ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নৈতিকতা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

আরবি/আরপি/২৫ অক্টোবর, ২০১৭