ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ কাভার্ড ভ্যানের চাপায় শিক্ষার্থী নিহত : গাজীপুর

কাভার্ড ভ্যানের চাপায় শিক্ষার্থী নিহত : গাজীপুর

0
429

কিছুদিন যাবৎ বেপরোয়া গাড়ির চাপায় শিক্ষার্থী নিহত হওয়ার পর সারাদেশে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন সময়েই গাজীপুরে কাভার্ড ভ্যান পিষ্ট করলো আরেক শিক্ষার্থীকে।

টঙ্গীর বড়বাড়ি এলাকায় কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ফারজানা আকতার নামের একাদশ শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ শনিবার বেলা দেড়টার দিকে টঙ্গীর বড়বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী টঙ্গীর শফিউদ্দিন সরকার অ্যাকাডেমি অ্যান্ড কলেজের শিক্ষার্থী। গাজীপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক ওহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওহিদুজ্জামান বলেন, মেয়েটির বাড়ি গাইবান্ধার সাদুল্লাহরপুর থানায় কদুরিয়া এলাকায়। তাঁর বাবার নাম ফারুক হোসেন। মেয়েটি কলেজ থেকে বাড়ি ফেরার সময় কাভার্ড ভ্যানটি তাকে চাপা দেয়। লাশ উদ্ধার করে পুলিশ মর্গে নিয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ফারজানাকে চাপা দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ জনতা কাভার্ড ভ্যানে আগুন লাগিয়ে দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায়।

আরবি.জেকা. ৪ আগস্ট ২০১৮