ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট কারিগরি শিক্ষায় মানব উন্নয়নে এক সাথে কাজ করতে যাচ্ছে ঢাকা ক্রেডিট ও...

কারিগরি শিক্ষায় মানব উন্নয়নে এক সাথে কাজ করতে যাচ্ছে ঢাকা ক্রেডিট ও মটস্

0
1693

ডিসিনিউজ || ঢাকা
কারিগরি শিক্ষার মাধ্যমে মানব উন্নয়নে একসাথে কাজ করতে যাচ্ছে ঢাকা ক্রেডিট ও মটস্।
দেশের শীর্ষস্থানীয় পলিটেকনিট ইনস্টিটিউট মটস্রে পরিচালক ডমিনিক দিলু পিরিছের নেতৃত্বে ১০ আগস্ট একটি প্রতিনিধি দল ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তার সাথে ঢাকা ক্রেডিটে প্রেসিডেন্টের রুমে সাক্ষাৎ করেন। এই সময় তাঁরা ভবিষ্যতে ঢাকা ক্রেডিটের সদস্যদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে দুই প্রতিষ্ঠানই একযোগে কাজ করার সম্মত হন। যাঁরা কারিগরি শিক্ষা লাভ করতে চান কিন্তু আর্থিক সংগতি নাই, ঢাকা ক্রেডিট তাঁদের ঋণ দিয়ে কারিগরি শিক্ষা লাভ করার সুযোগ সৃষ্টি করবে।
ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা বলেন, পিছিয়ে পড়া ব্যক্তি যাঁরা অর্থ সংকটের কারণে কারিগরি শিক্ষা নিতে পারছেন না, ঢাকা ক্রেডিট স্বল্প সুদে তাঁদের ঋণ দিয়ে মটস্রে মধ্য দিয়ে কারিগরি শিক্ষা নিতে সাহায্য করবে।
অন্যান্যদের মধ্যে আলোচনায় উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ট্রেজারার পিটার রতন কোড়াইয়া, ক্রেডিট কমিটির চেয়ারম্যান সুকুমার লিনুস ক্রুশ ও প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিও।

মটস্ তিন ও চার বছর মেয়াদি কোর্স প্রদান করে থাকে। চার বছর মেয়াদি কোর্সের মধ্যে রয়েছে অটোমোবাইল, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং। এই কোর্সগুলোতে এসএসসি পাশ যে-কেউ ভর্তি হতে পারেন।
তিন বছর মেয়াদি মেশিনিস্ট কোর্সের মধ্যে রয়েছে লেদ, মিলিং, ড্রিলিং, গ্রাইন্ডিং, ্িসএনসি (লেদ, মিলিং) ও অন্যান্য মেশিনে যন্ত্রাংশ তৈরি, মেশিন রক্ষণাবেক্ষণ, ওয়েল্ডিং ও সীট মেটাল কাজের প্রশিক্ষণ এবং উৎপাদন কাজের বাস্তব প্রশিক্ষণ।
তিন বছর মেয়াদি অটোমোবাইল কোর্সে অন্তর্ভুক্ত আছে অটোমোবাইল ও কৃষিকাজে ব্যবহৃত ইঞ্জিন, যন্ত্রপাতি সংযোজন, মেরামত ও রক্ষণাবেক্ষণ, ওয়েল্ডিং ও সীট মেটাল কাজের প্রশিক্ষণ এবং উৎপাদন কাজের বাস্তব প্রশিক্ষণ। এই কোর্স করার জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা হতে হবে ৮ম শ্রেণি পাশ।