ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ কারিতাস সিলেট অঞ্চল এর আয়োজনে দিনব্যাপী চক্ষু শিবির কার্যক্রম

কারিতাস সিলেট অঞ্চল এর আয়োজনে দিনব্যাপী চক্ষু শিবির কার্যক্রম

0
211

ডিসিনিউজ।। সিলেট
২১ মার্চ ২০২৩, সক্ষমতা প্রকল্প, কারিতাস সিলেট অঞ্চল এর আয়োজনে মাইজদী চা বাগান চাতালী ডিভিশনের ম্যানেজার মি: শাহরিয়ার পারভেজ মহোদয় ও বি এন এস বি চক্ষু হাসপাতালের তিনজন ডাক্তার এবং দুইজন সহকারী এবং জেনারেল ডিজিটালের দুই জন টেকনিশিয়ানের উপস্থিতিতে দিনব্যাপী চক্ষু শিবির কার্যক্রম পরিচালিত হয় ।

এতে মোট ৩৮১ জন লোকের চোখ পরীক্ষা করা হয় এর মধ্যে মহিলা ২৬১ জন ও পুরুষ ১২০ জন। ৩৫ জনকে রোগীকে বিনামূল্যে চোখ অপারেশন সেবা প্রদানের জন্য নির্বাচন করা হয়।


একই সাথে ১২০ জনের কিশোর/কিশোরী ও শিক্ষার্থীর রক্তের গ্রুপ পরীক্ষা করা হয় এবং ব্লাড গ্রুপিংকাড প্রদান করা হয়। বাগান কর্তৃপক্ষ তাদের অফিসকক্ষ ব্যবহারের অনুমতি দিয়ে সহায়তা করেন এবং বাগানের নার্স উপস্থিত থেকে সার্বক্ষনিক সাহায্য সহযোগিতা করেন। বিকাল ৩ টায় কাযর্কম সমাপ্তি হয়।