শিরোনাম :
কার্ডিনালকে জন্মদিনের শুভেচ্ছা জানান ঢাকা ক্রেডিট ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ
দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: ঢাকা (ঢাকা ক্রেডিট) ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন-এর প্রতিনিধিগণ আজ ১ অক্টোবর, রোববার সকাল ৯টায় কার্ডিনালের বাসভবনে ফুল দিয়ে তাঁর ৭৪তম জন্মদিনের শুভেচ্ছা জানান।
ঢাকা ক্রেডিটের পক্ষে সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন-এর পক্ষে সভাপতি নির্মল রোজারিও কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিওকে শুভেচ্ছা জানান।
কার্ডিনালের প্রতি জন্মদিনের শুভেচ্ছাসহ পংকজ কস্তা বলেন, ‘আমরা কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও’র জন্য প্রার্থনা করি, যেন তিনি সকলের জন্য আদর্শ ও অনুকরণীয় হয়ে থাকতে পারেন।’ তিনি তার সর্বাঙ্গীন সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করেন।
কার্ডিনাল-এঁর অনেক মহৎ চিন্তা রয়েছে উল্লেখ করে নির্মল রোজারিও শুভেচ্ছা বক্তব্যে বলেন, বাংলাদেশে পোপের আগমনকে কেন্দ্র করে কার্ডিনালের অনেক চিন্তা রয়েছে। বিশেষভাবে বাংলাদেশে সকল মন্ডলী ও সকল ধর্মের প্রতিনিধির মধ্যে ভ্রাতৃত, একতা সৃষ্টি, সরকারের সাথে খ্রিষ্টান সম্প্রদায়ের নিবিড় সম্পর্ক সৃষ্টি, দেশের সকল সম্প্রদায়ের মানুষের সাথে সম্প্রীতির গভীরতা সৃষ্টি, ইত্যাদি। তাঁর আগমন আমাদের মন্ডলীর ক্ষেত্রে নতুন দিগন্ত সৃষ্টি হবে বলে তিনি উল্লেখ করে বলেন, তাঁর এই আগমনের ক্ষেত্রে কার্ডিনালের অনেক বড় ভূমিকা রয়েছে।
‘অনেকের ভালবাসা ও ¯েœহ যেকোনো মানুষের জীবনকে পরিপুষ্ট করে, সুন্দর করে। তাই ভালবাসা আমাদের মধ্যে থাকা জরুরি। আমি অনেকের সহযোগিতা পেয়েছি ও এখনো পাচ্ছি, আমি তা উপলব্ধি করি,’ শুভেচ্ছাসিক্ত হয়ে কার্ডিনাল বলেন, বাংলাদেশের প্রথম কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও। তিনি আরো বলেন, ‘আমি বাংলাদেশের কার্ডিনাল নই, বাংলাদেশ থেকে একজনকে কার্ডিনাল তৈরি করা হয়েছে।’
ঢাকা ক্রেডিট ইউনিয়ন ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন-এর নানা অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, সংগঠন কীভাবে সুন্দর চলে, এসব প্রতিষ্ঠান তার উদাহরণ।’ পোপের আশু আগমনের প্রসঙ্গ উল্লেøখ করে বলেন, ‘মনে হচ্ছে অনুগ্রহের প্রাচুর্য আমরা পাচ্ছি। এটা আমাদের জন্য বড় প্রাপ্তি। প্রাপ্তিকে প্রত্যাশা করে একসাথে, একযোগে সবাই মিলে প্রস্তুতির কাজ করা অনেক আনন্দের। তাঁর আগমনকে কেন্দ্র করে দেশের সকল মন্ডলীর প্রস্তুতি চলছে। শুধু খ্রিষ্টানরা নয়, দেশের সকল ধর্মের মানুষের এক প্রকার প্রস্তুতি চলছে। এর অর্থ আমাদের সকল ধর্মের মানুষের একসাথে কাজ করার অঙ্গীকার রয়েছে।’
পোপের আগমন দেশের নানা টানাপোড়েনের মধ্যে মিলন ঘটাবে বলে উল্লেখ করে তিনি বলেন, মানুষকে ভালবাসতে হবে। মন্ডলী যেন হয়ে ওঠে যুদ্ধক্ষেত্রে হাসপাতালের মতো। তিনি বলেন, এনজিও ব্যুরো কাথলিক মন্ডলীর সেবা প্রতিষ্ঠান কারিতাসকে রহিঙ্গাদের মাঝে কাজ করার অনুমোদন দিয়েছে। তা আনন্দের বিষয়। মানবতার সেবা করার সুযোগ করে দিয়েছে।
আধ্যাত্মিকতার দৃষ্টিভঙ্গি নিয়ে কার্ডিনাল বলেন, ‘আমরা ক্ষুদ্র হয়ে যেন বড় বড় কাজ করেতে পারি। সেখানেই মহত্ব ও আধ্যাত্মিকতা।’ আবারো পোপের আগমন প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ২১৮ কোটি মানুষের নেতা পোপ। তাঁর কাছে যাওয়া, তাঁর কথা শোনা আমাদের অতীব জরুরি।
সেবার প্রসঙ্গ নিয়ে তিনি বলেন, যারা সবচেয়ে বড়, তাঁরা সবার নিচে নামতে পারেন। এই বিষয়টি সকল নেতার ক্ষেত্রে প্রযোজ্য বলে উল্লেখ করেন তিনি। তাই সকল মন্ডলীর মানুষকে পোপের অনুষ্ঠানে উপস্থিত থাকার আহবান জানান কার্ডিনাল।
ঢাকা ক্রেডিটের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ডিরেক্টর পিটার রতন কোড়াইয়া, রূপন পিউরীফিকশন, পাপিয়া রিবেরু, আনন্দ ফিলিপ পালমা, সুপারভাইজরি কমিটির সদস্য ষ্টেলা হাজরা, মানিক লরেন্স রোজারিও, ও অবিনাশ নকরেক।
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের পক্ষে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া, যুগ্ম মহাসচিব-১ জেমস সুব্রত হাজরা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক থিউফিল রোজারিও, শিক্ষা সম্পাদক ডানিয়েল সিকদার, বনানী থানা শাখার সভাপতি সেবাষ্টিয়ান বাড়ৈ ও নির্বাহী সদস্য ভিক্টর রে।
জন্মদিনের শুভেচ্ছা অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া।
আরপি/আরবি/এসআর/০১ অক্টোবর, ২০১৭