শিরোনাম :
কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও’র বিশপীয় অভিষেক আজ
কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসির আজ ২৯তম বিশপীয় অভিষেক বার্ষিকী। ১৯৯০ সালে ১২ সেপ্টেম্বর তিনি বিশপ হিসেবে অধিষ্ঠান লাভ করেছেন।
কার্ডিনাল প্যাট্রিক ১৯৭২ সালে পবিত্র ক্রুশ সংঘে যাজক হিসেবে অভিষিক্ত হন। এর ১৮ বছর পর যাজক প্যাট্রিক রাজশাহীর বিপশ হিসেবে অভিষেক লাভ করেন। তিনি চট্টগ্রামের বিশপ হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০১০ সালে ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ হিসেবে নিযুক্ত হন।
বর্তমানে কার্ডিনাল প্যাট্রিক কাথলিক বিশপ সম্মিলনীর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০১৬ সালে দয়ার বর্ষে ১৯ নভেম্বর আর্চবিশপ প্যাট্রিক ডি’রোজারিও পূণ্য পিতা পোপ ফ্রান্সিস কর্তৃক ইতালির রোম নগরে কার্ডিনাল পদে অভিষিক্ত হন। তাঁর বিশপীয় অভিষেক বার্ষিকীতে তাঁর সার্বিক মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করি।