শিরোনাম :
কালিয়াকৈরে ঢাকা ক্রেডিটের আঞ্চলিক শিক্ষা সেমিনার
আত্মকর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল সমাজ গড়ার লক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈর-এ ঢাকা ক্রেডিটের সদস্যদের নিয়ে আঞ্চলিক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়।
১ মে, বুধবার সকাল সাড়ে ১১টায় গাজীপুরের কালিয়াকৈরের হবুওয়ার চালা গ্রামে জৈতুন চার্চে সদস্যদের উপস্থিতিতে শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়।
আঞ্চলিক শিক্ষা সেমিনিারে জৈতুন চার্চের পালক জয় বর্মন সভাপতিত্ব করেন।
সভাপতি জয় বর্মন বলেন, কালিয়াকৈরবাসীর জীবন-যাত্রার মান উন্নয়নের জন্য ঢাকা ক্রেডিট আঞ্চলিক শিক্ষা সেমিনারের আয়োজন করেছে। যেন আমরা ক্রেডিট ইউনিয়ন সম্পর্কে আরো বেশি জ্ঞান লাভ করতে পারি।
পালক আরো বলেন, যারা ঢাকা ক্রেডিটের সদস্য আছেন তাঁরা অনেক ধরনের ঋণ গ্রহণ করে তা কাজে লাগিয়ে আর্থিকভাবে সচ্ছল হতে পারবেন। যারা এখনো সদস্যপদ লাভ করেননি তারা সদস্যপদ গ্রহণ করে নিজেদের জীবন-যাত্রার মান উন্নয়ন করুন। ঢাকা ক্রেডিটে সকল বয়সের, সকল শ্রেণির খ্রিষ্টান মানুষ সঞ্চয়ী প্রকল্প গ্রহণ করতে পারে।
ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর রতন পিটার কোড়াইয়া বলেন, ঢাকা ক্রেডিট থেকে আপনাদের সামর্থ্য অনুযায়ী সাধারণ ঋণ, শিক্ষা ঋণ, পেশা প্রশিক্ষণ ঋণসহ নানা ধরনের ঋণ গ্রহণ করে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারেন। ঢাকা ক্রেডিট শিশুদের জন্য বী-সেভার্স ও স্মার্ট সেভার্স প্রকল্প শুরু করেছে, যার মাধ্যমে শিশুদের মধ্যে সঞ্চয়ী মনোভাব গড়ে উঠবে শিশুকাল থেকে।
তিনি আরো বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটি মানুষের যাবতীয় বিষয়ের যোগান দিয়ে থাকে ঢাকা ক্রেডিট। তাই ঢাকা ক্রেডিটের প্রকল্পগুলো গ্রহণ করুণ এবং সুন্দর ভবিষ্যৎ গড়–ন।
‘ঢাকা ক্রেডিটের জন্ম হয় ১৯৫৫ সালে ঢাকার লক্ষ্মীবাজারে। বর্তমানে ১১টি সেবা কেন্দ্র ১৯টি কালেকশনবুথ রয়েছে। ঢাকা ক্রেডিটের লক্ষ্য হচ্ছে সদস্যদের মূল্যবোধ, পেশাদারিত্ব, জীবনমানের উন্নয়নে কাজ করা’ বলেন ঢাকা ক্রেডিটের সুপারভাইজরি কমিটির সেক্রেটারি মানিক লরেন্স রোজারিও।
তিনি বলেন, বর্তমানে ঢাকা, নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ ও গাজীপুর জেলার সদস্যদের সেবা দিয়ে যাচ্ছে ঢাকা ক্রেডিট। ১৮বছর পূর্ণ হলে একজন যুবক-যুবতী এই সমিতির সদস্যপদ লাভ করতে এবং ঋণ গ্রহণ করার যোগ্যতা লাভ করে। সমিতি সংবিধান অনুসারে পরিচালিত হয় এবং তিন বছর পর পর নির্বাচন এবং প্রতিবছর সাধারণ সভা অনুষ্ঠিত হয়। কোনো সদস্য সমিতির স্বার্থ বিরোধী এবং সুনাম ক্ষুন্ন করলে তার সদস্যপদ বাতিল হয়।
ঢাকা ক্রেডিট কমিটির চেয়ারম্যান সলোমন আই রোজারিও এবং সহকারী ম্যানেজার শিল্পী দেশাই সঞ্চয় প্রকল্পগুলো নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশনের মাধ্যমে উপস্থাপন করেন।
ক্রেডিট কমিটির সদস্য প্রত্যেশ রাংসা ৩৩টি ঋণ প্রকল্প ও কিভাবে ঋণ গ্রহণ করতে হয় এবং পরিশোধের বিষয়ে আলোচনা করেন।
ঢাকা ক্রেডিট প্রথম বারের মতো কালিয়াকৈরের হবুওয়ার চালা গ্রামে আঞ্চলিক শিক্ষা সেমিনার আয়োজন করে। এই এলাকায় কোচ ও বর্মন আদিবাসীরা বসবাস করেন। এখনো শিক্ষার আলো ভালোভাবে ছড়ায়নি প্রত্যান্ত অঞ্চল হওয়ার কারণে। এ দিন ১৪১ জন সদস্যর উপস্থিতিতে শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়।