ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ কাল্বের নতুন চেয়ারম্যান জোনাস ঢাকী, সেক্রেটারি আলফ্রেড রায়

কাল্বের নতুন চেয়ারম্যান জোনাস ঢাকী, সেক্রেটারি আলফ্রেড রায়

0
841

সানোয়ার পারভেজ || ঢাকা

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ২৮ ডিসেম্বর বাংলাদেশে ক্রেডিট ইউনিয়নসমূহের শীর্ষ প্রতিষ্ঠান দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কাল্ব) ২০২০-২০২২ মেয়াদের ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। রাজধানীর আসাদ এভিনিউ এর সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন।
২০২০-২০২২ তিন বছর মেয়াদে কাল্ব ব্যবস্থাপনা কমিটিতে সদস্যদের ভোটে যাঁরা নির্বাচিত হয়েছেন তাঁরা হলেনঃ চেয়ারম্যান-জোনাস ঢাকী, ভাইস-চেয়ারম্যান-মোছাঃ ফাহমিদা সুলতানা, সেক্রেটারি-আলফ্রেড রায়, ট্রেজারার-এম. জয়নাল আবেদীন, এবং ডিরেক্টর পদে নির্বাচিতরা হলেনঃ মোঃ একরামুল হক (ক-অঞ্চল), বাবলু রেনাতোস কোড়াইয়া (খ-অঞ্চল), মোঃ আরিফ হাসান (গ-অঞ্চল), মোঃ আঃ মন্নান লোটাস (ঘ-অঞ্চল), আরিফ মিয়া (ঙ-অঞ্চল, বিনা প্রতিদ্বন্ধি¦তায়), নোয়েল চার্লস গমেজ (চ-অঞ্চল), মোঃ হেলাল উদ্দিন (ছ-অঞ্চল) ও আবদুছ ছাত্তার ভূঁইয়া (জ-অঞ্চল)।
এবারের নির্বাচনে মোট ৩৩জন প্রার্থি বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। চেয়ারম্যান পদে ৩জন প্রতিদ্ব›িদ্ধ¦র মধ্যে চলমান ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বর্ণালী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ডেলিগেট জোনাস ঢাকী। তিনি ছাতা প্রতিক নিয়ে ২২৯ ভোট পেয়ে পুনঃনির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি তুমিলিয়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ডেলিগেট ফ্রান্সিস পি. রোজারিও (বাবু) চেয়ার প্রতিক নিয়ে ১৫৬ ভোট পান। চেয়ারম্যান পদে অপর প্রতিদ্ব›িদ্ধ¦ বুড্ডিষ্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ডেলিগেট বিমান বড়ুয়া চৌধুরী বই প্রতিক নিয়ে ১৫৩টি ভোট পান।
ভাইস-চেয়ারম্যান পদে ৩জন প্রতিদ্বন্দ্বির মধ্যে গাইবান্ধা সদর উপজেলা শিক্ষক কর্মচারি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ডেলিগেট মোছাঃ ফাহমিদা সুলতানা খেজুর গাছ প্রতিক নিয়ে ২৪৫ ভোট পেয়ে ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচনে তিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ঘাটাইল উপজেলা শিক্ষক কর্মচারি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ডেলিগেট মোঃ শফিকুল ইসলাম খান মোরগ প্রতিক নিয়ে ১২৩ ভোট এবং আদিতমারী উপজেলা শিক্ষক কর্মচারি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ডেলিগেট সুদান চন্দ্র রায় আম প্রতিক নিয়ে ১৭১ ভোট পান।
সেক্রেটারি পদে ৩জন প্রতিদ্বন্দ্বি মধ্যে গৌরনদী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ডেলিগেট আলফ্রেড রায় আনারস প্রতিক নিয়ে ২০৯ ভোট পেয়ে সেক্রেটারি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি জনতা ইসলামী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ডেলিগেট রাশেদুজ্জামান ঝিলাম কলম প্রতিক নিয়ে ১৭৬ ভোট এবং সম্প্রীতি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ডেলিগেট এমদাদ হোসেন মালেক তালা-চাবি প্রতিক নিয়ে ১৫৩ ভোট পেয়েছেন। নির্বাচনের আগ পর্যন্ত ৩ বছর তিনি সেক্রেটারি পদে দায়িত্ব পালন করেছেন।
ট্রেজারার পদে ৩জন প্রতিদ্বন্দ্বির মধ্যে মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ডেলিগেট ও পূর্বতন ট্রেজারার এম. জয়নাল আবেদীন মই প্রতিক নিয়ে ২০৩ ভোট পেয়ে পুনরায় ট্রেজারার নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি সালথা উপজেলা শিক্ষক কর্মচারি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ডেলিগেট নরেশ চন্দ্র বিশ^াস কলস প্রতিক নিয়ে ১৮৪ ভোট এবং উত্তরা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ডেলিগেট মোঃ মাহবুবুর রহমান মোমবাতি প্রতিক নিয়ে ১৫১টি ভোট পান।
“ক” অঞ্চলের ডিরেক্টর পদে ৩জন প্রতিদ্বন্দ্বির মধ্যে দিনাজপুর সদর উপজেলা শিক্ষক কর্মচারি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ডেলিগেট মোঃ একরামুল হক ঘড়ি প্রতিক নিয়ে ৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্য দুই প্রার্থী ঠাকুরগাঁও সদর উপজেলা শিক্ষক কর্মচারি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ডেলিগেট মোঃ পবারুল ইসলাম পরুরগাড়ি প্রতিক নিয়ে ১৯ ভোট এবং ফুলবাড়ি উপজেলা শিক্ষক কর্মচারি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ডেলিগেট মোঃ গোলাম কিবরিয়া চাকা প্রতিক নিয়ে ১৮ ভোট পেয়েছেন।
“খ” অঞ্চলের ডিরেক্টর পদে ৩জন প্রতিদ্বন্দ্বির মধ্যে বনপাড়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ডেলিগেট বাবলু রেনাতাস কোড়াইয়া চশমা প্রতিক নিয়ে ৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্য দুই প্রার্থী মুজিবনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ডেলিগেট মোঃ শাহিন রেজা চাকা প্রতিক নিয়ে ৩৩ ভোট এবং মেহেরপুর সদর উপজেলা শিক্ষক কর্মচারি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ডেলিগেট মোহাঃ রবিউল ইসলাম কাপ-পিরিচ প্রতিকে ০৫টি ভোট পেয়েছেন।
“গ” অঞ্চলের ডিরেক্টর পদে ৩জন প্রতিদ্বন্দ্বির মধ্যে যশোর সদর উপজেলা শিক্ষক কর্মচারি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ডেলিগেট মোহাম্মদ আরিফ হাসান ফুটবল প্রতিক নিয়ে ৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। একই পদে অন্য দুই প্রার্থী খুলনা মহানগরী শিক্ষক কর্মচারি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ডেলিগেট নাদিরা পারভিন তলোয়ার প্রতিক নিয়ে ১৫ ভোট এবং ভাঙ্গা উপজেলা শিক্ষক কর্মচারি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ডেলিগেট মোঃ কুদ্দুস সরদার ০২টি ভোট পেয়েছেন।
“ঘ” অঞ্চলের ডিরেক্টর পদে ৩জন প্রতিদ্বন্দ্বির মধ্যে মির্জাগঞ্জ উপজেলা শিক্ষক কর্মচারি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ডেলিগেট মোঃ আঃ মন্নান লোটাস কাপ-পিরিচ প্রতিক নিয়ে ২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। একই পদে অন্য দুজন প্রার্থী মির্জাগঞ্জ একতা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ডেলিগেট মোঃ আবদুর রাজ্জাক ফুটবল প্রতিক নিয়ে ১৩ ভোট এবং আশার আলো কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ডেলিগেট মোঃ মেজবাহ উদ্দীন ঘড়ি প্রতিকে ১২ ভোট পেয়েছেন।
“ঙ” অঞ্চলের ডিরেক্টর পদে কোনো প্রতিদ্বন্দ্বি না থাকায় নির্বাচন কমিশন মঠবাড়ি ব্যবসায়ী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ডেলিগেট আরিফ মিয়াকে ওই পদে নির্বাচিত বলে ঘোষণা করেন।
“চ” অঞ্চলের ডিরেক্টর পদে দুজন প্রতিদ্বন্দ্বির মধ্যে কাফরুল খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ডেলিগেট নোয়েল চার্লস গমেজ টেবিল প্রতিক নিয়ে ৩৩ ভোট পেয়ে বিজয়ী হন। একই পদে অপর প্রতিদ্বন্দ্বি বক্সনগর খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ডেলিগেট ফুটবল প্রতিক নিয়ে ১২ ভোট পেয়েছেন।
“ছ” অঞ্চলের ডিরেক্টর পদে ৩জন প্রতিদ্বন্দ্বির মধ্যে ধোবাউড়া উপজেলা শিক্ষক কর্মচারি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ডেলিগেট মোঃ হেলাল উদ্দিন ফুটবল প্রতিক নিয়ে ২৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর অপর দুই প্রতিদ্বন্দ্বি উত্তর খয়রাকুড়ি অগ্রযাত্রা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ডেলিগেট মোঃ হোসেন আলী রিক্সা প্রতিক নিয়ে ২৪ ভোট এবং জামালপুর সদর উপজেলা শিক্ষক কর্মচারি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ডেলিগেট মোঃ মনিরুজ্জামান গরুর গাড়ি প্রতিক নিয়ে ১২ ভোট পেয়েছেন।
“জ” অঞ্চলের ডিরেক্টর পদে ৩জন প্রতিদ্বন্দ্বির মধ্যে মুক্তি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ডেলিগেট মোঃ আবদুছ ছাত্তার ভূঁইয়া টেবিল প্রতিক নিয়ে ৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি থেকে তিনি মাত্র ১ ভোটের ব্যাবধানে বিজয় অর্জন করেছেন। একই পদে অন্য দুই প্রার্থী অগ্রযাত্রা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ডেলিগেট আশীষ কুমুর দাশ হ্যারিকেন প্রতিক নিয়ে ৩৪ ভোট এবং মরিয়ম আশ্রম খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ডেলিগেট খ্রীষ্টফার কুইয়া পেয়েছেন ০১ ভোট।
৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন সমবায় অধিদপ্তরের উপ-নিবন্ধক মোঃ কামরুজ্জামান। কমিটির সদস্য ছিলেন উপ-নিবন্ধক শাকিলা হক ও মেট্রোপলিটান থানা সমবায় অফিসার, গুলশান মোঃ সিরাজুল ইসলাম।