শিরোনাম :
কাল্ব এর ৩২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ডিসি নিউজ:
দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড’র (কালব) ৩২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিগণ তাদের মতামত প্রকাশ করেন।
আজ (২৭ জুলাই) সকাল ৯টায় রাজধানীর শেরেবাংলা নগরের সমবায় অধিদপ্তরের সমবায় ভবনে ৫৫০জন বিভিন্ন সমবায় সমিতি প্রতিনিধির অংশগ্রহণের মধ্য দিয়ে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বার্ষিক সাধারণ সভার শুরুতে কাল্বের চেয়ারম্যান জোনাস ঢাকী স্বাগত বক্তব্যে সারা বাংলাদেশ থেকে আগত প্রতিনিধিদের স্বাগত জানান। প্রত্যেক প্রতিনিধিকে বার্ষিক সাধারণ সভায় সক্রিয় অংশগ্রহণ করার আহ্বান জানান।
জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা, সমবায় পতাকা উত্তোলন ও ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা শুরু হয়। এর পর ৩১তম বার্ষিক সাধারণ সভার মিনিটস্ পাঠ ও অনুমোদন, আর্থিক বিবরণী পাঠ ও অনুমোদন, আর্থিক বাজেট পেশের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা সমাপ্ত হয়।
বার্ষিক সাধারণ সভার শুরুতে ২৫২টি শিক্ষক-কর্মচারী সমবায় সমিতির মধ্যে পাঁচটি স্বাবলম্বী সমবায় সমিতির সভাপতির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এর মধ্যে নাটোরের বনপাড়ার সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজের শিক্ষক মহাবীর গমেজ সম্মননা লাভ করেন। পুরস্কার তার হাতে তুলে দেন কাল্ব এর চেয়ারম্যান জোনাস ঢাকী।
ঢাকা ক্রেডিটের শিক্ষা তহবিলে টাকা দিয়ে কাল্ব ১৯৮৯ সালে ১১টি ক্রেডিট ইউনিয়ন নিয়ে যাত্রা শুরু করে। বর্তমানে কাল্বের অধীনে ১,০৩০টি সমবায় সমিতি আছে
বার্ষিক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দি সেন্টাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস্ (কাককো) লিমিটেড’র প্রেসিডেন্ট নির্মল রোজারিও এবং ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা ।