ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ কীর্তনখোলার তীরে গড়ে উঠছে মনোরম বিনোদনকেন্দ্র

কীর্তনখোলার তীরে গড়ে উঠছে মনোরম বিনোদনকেন্দ্র

0
372

বরিশালের প্রাণ কীর্তনখোলা নদীর তীর ঘেষে পূর্বে থেকেই মানুষের বিনোদনের স্থান।

পূর্ব থেকে ত্রিশগোডাউন এবং মুক্তিযোদ্ধ পার্ক ছিল সাধারণের একটি আকর্ষণের স্থান। এবার ত্রিশগোডাউনকে ঢেলে সাজিয়ে করা হলো ত্রিশগোডাউন পার্ক।

বরিশাল লঞ্চঘাট থেকে দপদপিয়া ফেরিঘাট পর্যন্ত কীর্তনখোলার তীর ঘেষে করা হচ্ছে দৃষ্টি নন্দন রাস্তা।

মনোরঞ্জনের জন্য সাথে রয়েছে ক্রীর্তনখোলা নদীর বুকে নৌকা ভ্রমনসহ রকমারি খাবারের আয়োজন।

প্রতিদিনই শত শত মানুষ তাদের পরিজনদের নিয়ে পার্কে ঘুরতে আসেন। বিশেষ করে ছুটির দিনগুলোতে পার্কটি হয়ে উঠে জনাকীর্ণ একটি স্থান।

এক ঘেয়েমি জীবন এবং সারাদিনের কর্মব্যস্ততার পর একটু বিনোদনের জন্য সাধারণ মানুষ ছুটে আসে এই মনোরম পার্কটিতে।

প্রাকৃতিক সৌন্দার্য, কীর্তনখোলার পানির ছলাৎ ছলাৎ ধ্বনী, খোলা বাতাসের ঝাপটায় মনটা হয়ে উঠে উৎফুল্ল।

 

আরবি/আরপি/২৯ জানুয়ারি, ২০১৮