ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ কুড়িগ্রাম ফুলবাড়ীতে মন্দির ভাঙচুর-অগ্নিসংযোগ

কুড়িগ্রাম ফুলবাড়ীতে মন্দির ভাঙচুর-অগ্নিসংযোগ

0
338

ডিসিনিউজ।। ডেক্স

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় আবারো মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

গত সোমবার দিবাগত রাত ১টা থেকে ২টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা গ্রামে রতিকান্ত রায়ের বাড়িসংলগ্ন মন্দিরে এ ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।

মন্দিরের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য রতিকান্ত রায় গণমাধ্যমকে জানায়, ‘পারিবারিকভাবে আমার বাপ-দাদারা মন্দিরে পূজা-অর্চনা করে আসছেন। মাঝরাতের দিকে প্রতিবেশীদের ডাকে ঘুম থেকে উঠে দেখি মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নেভানোর আগে মন্দিরের ৪০ ভাগ আগুনে পুড়ে গেছে। কারা এ ঘটনা ঘটিয়েছে আমি দেখতে পাইনি। আমি এর বিচার চাই।’

ফুলবাড়ী নাওডাঙ্গা ইউনিয়নের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রতন রায় বলেন, দুর্বৃত্তরা হিন্দুদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে এ ঘটনা ঘটাতে পারে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তাঁরা ঘটনার সুষ্ঠু বিচার চান।

অপর দিকে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও ও সেক্রেটারি জেনারেল ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া উক্ত ঘটনার তীব্র নিন্দা জানান। বার বার একইভাবে সংখ্যালঘুদের উপর হামলা দেশের মধ্যে অস্থিরতার চিত্র ফুটিয়ে তুলছে। তারা সরকারের সচেতন দৃষ্টি কামনা করেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান বলেন, ‘আমরা ১০টার দিকে খবর পেয়ে সকাল সাড়ে ১০টায় ঘটনাস্থলে পৌঁছাই। এখানে সবার সঙ্গে কথা বলে অনুমান করা হচ্ছে, রাত ১টা থেকে ২টার মধ্যে দুর্বৃত্তরা মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, এখন পর্যন্ত তা জানা যায়নি।

ওসি আরও বলেন, ‘এখানে এসে জমিজমাসংক্রান্ত বিরোধের বিষয়টিও জেনেছি। আমরা উভয় পক্ষের সঙ্গে কথা বলেছি। এ ঘটনায় থানায় মামলা দেওয়ার জন্য ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জানিয়েছি। তাঁরা নিজেদের মধ্যে আলোচনা করে পরে মামলা করবেন বলে জানিয়েছেন। মামলা হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা বলেন, তিনি দুপুরে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। সব পক্ষের সঙ্গে কথাও বলেছেন। এ ব্যাপারে মামলা করার নির্দেশ দিয়েছেন। মামলা হলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।