ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ কৃষকের মুখে হাসি : আমের বাম্পার ফলন

কৃষকের মুখে হাসি : আমের বাম্পার ফলন

0
752

সাতক্ষীরায় এবার আমের বাম্পার ফলন হয়েছে বলে জানিয়েছেন আম চাষীরা।

সাতক্ষীরা জেলার আম বাগানগুলো ঘুরে দেখা যায় অন্যবারের চেয়ে এবার একটু বেশিই গাছে গাছে আমের সমাহার।

সাতক্ষীর জেলার ৫নং ওয়ার্ডের বাসিন্দা মো. রফিকুল ইসলাম (৬৫) জানান, তিনি পূর্বে মাঠে ধান চাষ করতেন। পরে ধান চাষ বাদ দিয়ে তিনি দুই বিঘা জমিতে আম গাছ লাগান।

তিনি বলেন, ধান চাষে খরচ অনেক ও পরিশ্রম বেশি। সিদ্ধান্ত নেই আমি আম গাছ রোপন করবো। দুই বিঘা জমিতে ১২০টি আম গাছ রোপন করি। গাছ রোপন করার দুই বছরের মাথায় গাছে ভাল ফল দেওয়া শুরু করে।

01খরচ সম্পর্কে বলেন, সব মিলিয়ে ৭০ থেকে ৭৫ হাজার টাকা খরচ হয়েছে। এবার সব কয়টি গাছে ফল এসেছে। রফিকুল ইসলাম আশা করেন গাছ থেকে এবার ৩০০ মন আম সংগ্রহ করতে পারবেন।

তিনি জানান, আম রূপালী, হিমসাগর, ন্যাংড়া আমের সংগ্রহ করা হবে তার বাগান থেকে। ইসলামে বাগান দেখে এলাকাবাসীদের কেউ কেউ বাগান করতে আগ্রহ প্রকাশ করছে।

৫ নং ওয়ার্ডের কমিশনার বলেন, সাতক্ষীরা জেলায় অনেক ছোট বড় আম বাগান আছে। আমরা বেশ কয়েক বছর ধরে দেখে আসছি, সাতক্ষীরার আম বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে যাচ্ছে। এমনকি কি বিদেশেও রপ্তানি হচ্ছে।

তিনি বলেন, রফিকুল চাচার মতো মানুষ ঘরে ঘরে দরকার। তাহলে সাতক্ষীরার আমের যে পরিচিতি, তা আরো বৃদ্ধি পাবে।

 

আরবি/আরপি/ ১৬ মে, ২০১৭