ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ কেএসবি বাণিজ্যিক ভবন: উন্নয়নের আরেকটি ধাপ

কেএসবি বাণিজ্যিক ভবন: উন্নয়নের আরেকটি ধাপ

0
605

আধুনিক সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলেছে মঠবাড়ি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি। উন্নয়নের সাথে সংযুক্ত করে সমিতি প্রতিষ্ঠা করলো কেএসবি বাণিজ্যিক ভবন।

শুক্রবার (২০ এপ্রিল) মঠবাড়ি চার্চে ভবনটির উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১১টা থেকে সমিতির সদস্যসহ এলাকবাসী অনুষ্ঠানে যোগদান করতে শুরু করে।

সমিতির চেয়ারম্যান রবার্ট পংকজ গমেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা সমবায় কর্মকর্তা মোল্লা মোহাম্মদ নিয়ামুল বাশার। এ ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, মঠবাড়ী চার্চের পাল-পুরোহিত উজ্জ্বল লিনুস রোজারিও সিএসসি, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের চেয়ারম্যান নির্মল রোজারিও, সেক্রেটারি জেনারেল হেমন্ত আই. কোড়াইয়া, ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর উইলসন রিবেরূ, ক্রেডিট কমিটির সেক্রেটারি যোসেফ সজল গমেজ, সুপারভাইজরি কমিটির সেক্রেটারি জন গমেজ, সদস্য লরেন্স মানিক রোজারিও, স্টেলা হাজরা, খ্রীষ্টান হাউজিং সোসাইটির ভাইস-চেয়ারম্যান অনিল লিও কস্তাসহ কালব, বিভিন্ন সমিতির এবং মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে সমিতির চেয়ারম্যান বলেন, ‘মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সদস্যদের মৌলিক চাহিদা পূরণের দায়িত্ব নেবে। সমিতির উদ্দেশ্য এখনো সফল হয়নি, এখনো আমরা প্রস্তুতি পর্বে রয়েছি। কেএসবি ভবনটি আমরা বাণিজ্যিভাবে ব্যবহার করবো। এটাকে আমাদের মন্দির হিসেবে ভাবতে হবে।’

এ সময় প্রধান অতিতি নিয়ামুল বাশার বলেন, ‘ছোট পরিসরে শুরু হয়ে আজ এই সমিতি বিশাল হয়ে দাঁড়িয়েছে। তাদের কার্যক্রম সত্যিই প্রশংসার।’

ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির নতুন ভবন নির্মাণে সাধুবাদ জানান।

তিনি বলেন, ‘মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। তাদের কার্যক্রম সত্যিই প্রশংসার এবং অনন্য।’

এসোসিয়েশনের চেয়ারম্যান নির্মল রোজারিও বলেন, ‘মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির কার্যক্রম অন্যান্য

সমিতির নিকট অনুকরণীয়। তাদের কার্যক্রম আরো ব্যাপকভাবে বৃদ্ধি পাবে এই আশা করছি।’

এ ছাড়াও এদিন অন্যান্য অতিথিরা বক্তব্য রাখেন।

সকালে জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

এর পর বরণানুষ্ঠান, সম্মাননা স্মারক প্রদান, ভবনের শুভ উদ্বোধন ও স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। এ সময় সমিতির কার্যক্রমের উপর ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

এ দিন বিকালে শিশু-কিশোর, যুবক-যুবতী এবং বৃদ্ধ-বৃদ্ধাসহ সকলের অংশগ্রহণে বাংলাদেশের ঋতুভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরবি.আরপি. ২০ এপ্রিল, ২০১৮