ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট কেন্দ্রিয় শহীদ মিনারে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন ও ঢাকা ক্রেডিটের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

কেন্দ্রিয় শহীদ মিনারে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন ও ঢাকা ক্রেডিটের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

0
1113

অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কেন্দ্রিয় শহীদ মিনারে লাখো মানুষের ঢল নামে।

আজ অমর একুশে ফেব্রুয়ারি,  মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিশ্ব আজ যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করছে।

একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রিয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর স্পিকার শিরীন শারমিন চৌধুরী, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, প্রধান বিচারপতি ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।2
ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেস্টার গমেজ ও সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তার নেতৃত্বে বোর্ড ডিরেক্টর পাপিয়া রিবেরু, আনন্দ ফিলিপ পালমা, সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান পূর্ণিমা মারীয়া গমেজ ও সদস্য অবিনাশ নকরকে এবং ক্রেডিট কমিটির চেয়ারম্যান সলোমন আই রোজারিও ২১ শে ফেব্রুয়ারির সকালে কেন্দ্রিয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

বাংলাদেশের খ্রিষ্টান সম্প্রদায়ের পক্ষে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও ও মহাসচিব হেমন্ত আই কোড়াইয়ার নেতৃত্বে যুগ্ন মহাসচিব জেমস সুব্রত হাজরা, যুগ্ন মহাসচিব যোসেফ ডি’সরকার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক থিওফিল রোজারিও, আইন বিষয়ক সম্পাদক পংকজ গিলবার্ট কস্তা, ধর্ম বিষয়ক সম্পাদক পূর্ণিমা মারীয়া গমেজ, ক্রীড়া সম্পাদক সলোমন রোজারিও, দপ্তর সম্পাদক স্বপন রোজারিও, নির্বাহী সদস্য গাব্রিয়েল কস্তা ও ভিক্টর রে সকালে কেন্দ্রিয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।03
একুশে ফেব্রুয়ারির সকালে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রিয় শহীদ মিনারে লাখো মানুষের ঢল নামে। দোয়েল চত্তর, টিএসসি, হাইকোর্ট, পলাশীর রাস্তায় কেন্দ্রিয় শহীদ মিনার অভিমুখী লাখো মানুষের ঢল নামে। বিভিন্ন বয়স, শ্রেণি ও পেশার মানুষ কালো ব্যাজ ধারণ করে ফুল ও ব্যানার নিয়ে বিভিন্ন স্লোগানে ও আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভূলিতে পারি গানের সাথে সুর মেলাতে মেলাতে দলে দলে শহীদ মিনারের দিকে আসতে থাকে। মানুষের ভিড়ে কেন্দ্রিয় শহীদ মিনার একসময় জনসমুদ্রে পরিণত হয়।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক পৃথক বাণী দিয়েছে। বিভিন্ন জাতীয় দৈনিক দিবসটির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। পাশাপাশি বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশন ও এফএম রেডিওগুলো বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে। 04১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি আজকের এই দিনে (৮ ফাল্গুন, ১৩৫৮) রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ছাত্র জনতা রাজপথে নেমেছিল। সেই মিছিলে পুলিশ গুলিবর্ষণ করে। পুলিশের গুলিতে শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বার, শফিকসহ বেশ ক’জন ছাত্র। ফাল্গুনের কৃষ্ণচুড়া যেমন প্রকৃতিকে রাঙিয়ে দেয় ঠিক তেমনি সেদিন রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ। তাদের আত্নত্যাগের বিনিময়ে আমরা ফিরে পায় আমাদের মায়ের ভাষা, কথা বলতে পারছি প্রাণ খুলে।

বিশ্বের নানা প্রান্তের বাংলা ভাষাভাষি মানুষ শ্রদ্ধা ও ভালবাসায় দিবসটি উদযাপন করছে। এ উপলক্ষে বিভিন্ন সরকারি, আধা সরকারি, ব্যবসায়িক প্রতিষ্ঠান জাতীয় পতাকা উত্তোলন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো দিবসটির গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।IMG_5609

পৃথিবীতে নিজের মায়ের ভাষার জনে প্রাণ দেওয়ার নজির দ্বিতীয়টি আর নেই। একুশে ফেব্রুয়ারি জাতি হিসেবে বিশ্বসভায় বাঙালীর মুখ উজ্জল করেছে। বিশ্ব অবাক বিস্ময়ে তাকিয়ে দেখেছে বাঙালির কত গর্ব করার মতো ইতিহাস রয়েছে। পাশাপাশি একুশ বিশ্বের সকল জাতি গোষ্ঠীর ভাষা, কৃষ্টি-সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল ও আন্তরিক হওয়ারও চেতনা জাগায়। একুশ মানে মাথা নত না করা। তাইতো কবির ভাষায় বলি,‘ যত ভাষা আছে সারা বিশ্বে, আমার মায়ের মুখের ভাষা আজ জগতের শীর্ষে।’

এসএস/আরবি/আরপি/২১ ফেব্রুয়ারি, ২০১৭