শিরোনাম :
কেমন ছিল এবারের শারদীয় দুর্গা পূজা, পিয়াস বিশ্বাসের ছবিতে এবার দুর্গা পূজা
মা দুর্গা এবার দোলায় চড়ে চলে গেছেন। বাঙালি হিন্দু ধর্মালম্বীদের ছিল আনন্দ উচ্ছাস। দেশের বিভিন্ন স্থানে শারদীয় দুর্গা পূজাকে ঘিরে আয়োজন করা হয়েছিল নানা অনুষ্ঠানের। ডিসিনিউজের প্রতিনিধি পিয়াস বিশ্বাসের ছবিতে এবারের দুর্গা পূজা…
ডিসিনিউজ/আরবি.পিবি. ১৯ অক্টোবর ২০১৮