ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা প্রবন্ধ ক্রেডিট ইউনিয়ন

ক্রেডিট ইউনিয়ন

0
1629

ফাদার মাইকেল মিলন দেউরী

বাংলাদেশ একটি অপূর্ব সুন্দর দেশ। এই দেশ খুবই উর্বর। বাংলার প্রতি ইঞ্চি মাটি উর্বর। সুজলা সুফলা শস্য শ্যামলা বলে পরিচিত সারা বিশ্বে। বাংলাদেশকে বলা হয় সোনার বাংলা। বাংলার রূপ সৌন্দর্য মুগ্ধ হয়ে অনেক বিদেশীরাই এদেশে বানিজ্য করতে এসেছে ও লুন্ঠন করেছে বাংলা মায়ের কোল। বিদেশীদের শোষণ নিপিড়ন হরন ও বারবার প্রাকৃতিক দুর্যোগের ফলে বাংলাকে করে তুলেছে দরিদ্র একটি দেশের তালিকায়। বাংলাকে এই দরিদ্রতার হাত থেকে রক্ষা করে স্বাবলম্বী হতে, আর্থ-সামাজিক উন্নয়নে মিশনারীদের দ্বারা প্রতিষ্ঠিত ক্রেডিট ইউনিয়ন অগ্রনী ভূমিকা রেখেছে।credit-union-coop

ক্রেডিট ইউনিয়ন (Credit Union) একটি ইংরেজী শব্দ Credit যার উৎপত্তি একটি ল্যাটিন শব্দ Credo থেকে যার অর্থ বিশ্বাস, আস্থা। Union একটি ইংরেজী শব্দ যার অর্থ মিলন একতা। Credit Union মানে বিশ্বাসের একতা; আস্থার মিলন। পরস্পরের উপর বিশ্বাস করে একসঙ্গে মিলেমিশে পরস্পরের উন্নয়নের লক্ষ্যে কিছু করাই হচ্ছে ক্রেডিট ইউনিয়ন।

Credo শব্দটি উচ্চারণ করলে আবার Creed শব্দটি এসে যায়, যার অর্থ বিশ্বাসমন্ত্র/প্রেরিতগণের শ্রদ্ধামন্ত্র। Credit Union শব্দটির মধ্যে এমন কিছু লুকিয়ে আছে যা যীশু খ্রীষ্টের জীবন, প্রচার তাঁর আত্মত্যাগ ও তাঁর প্রেরিত শিষ্যগনের প্রচার ও তাদের জীবন যাত্রার দৃশ্য ফুটে উঠে।

প্রভু যীশু পিতার নিকট একান্তভাবে তার শিষ্যদের এক হয়ে বিশ্বাসী হওয়ার জন্যে প্রার্থনা করেছেন; “আমি চাই তারা যেন এক হয়” (যোহন ১৭ :২১ক)। ক্রেডিট ইউনিয়নে প্রতিষ্ঠার জন্যে মিশনারীরা ও যারা প্রথম পর্যায়ে শুরু করেছেন তার সকলে কত পরিশ্রম ও প্রার্থনা করেছেন; যাতে করে তার বিশ্বাপূর্ণ ভাবে সংঘবন্ধ হয়ে কিছু করতে পারেন। তাদের প্রার্থনা ও পরিশ্রমের ফল আজ বাংলাদেশের ক্রেডিট ইউনিয়ন/ Credit Union ।

বাংলাদেশে ক্রেডিট ইউনিয়ন/ Credit Union হল আদি ম-লীর চলমান উদাহরন। “খ্রীষ্টবিশ্বাসীরা তো সকলেই ঐক্যবদ্ধ ছিল; তাদের সব কিছুই ছিল সকলের সম্পত্তি” (শিষ্যচরিত ২:৪৪)। সবার সম্মলিত প্রচেষ্টা ও ক্ষুদ্র ক্ষুদ্র আত্মদানে জমা আজ বৃহৎ কিছু সাধন করেছে। ক্ষুদ্র দান সম্মিলিত অংশগ্রহণ মহৎ কিছু সাধন বাস্তব জীবনে জীবন্ত মঙ্গলসমাচার। বিধবার দুই পয়সা দান সবচেয়ে শ্রেষ্ঠ দান (দ্র: মার্ক ১২:৪১-৪৪)। ঢাকা ক্রেডিটের আজ এতএত টাকা; এতোগুলো মানুষের জীবন জীবিকার অবলম্বন; তা তো শুরু হয়েছে ৫০ জন মানুষের ৫০ পয়সা করে মাত্র ২৫ টাকা দিয়ে। যা কত মানুষের ভাগ্যের পরিবর্তন এনে দিয়েছে।

ক্রেডিট ইউনিয়ন/ Credit Union শব্দ দু’টির মধ্যে যে শব্দগুলো লুকিয়ে আছে তা সুন্দর আনন্দপূর্ণ ও সহভাগিতার জীবন যাপনে মঙ্গলসমাচারের মূল্যবোধগুলো ফুটে উঠেছে। বিশ্বাস, আস্থা, শ্রদ্ধা, সম্মান, সচ্চরিত্রতা, বিশ্বাসপূর্ণ ধারে বিক্রয় বা ঋণদান ও পরিশোধের মেয়াদ ইত্যাদি বিষয়গুলো। আমাদের জীবনকে সুশৃঙ্খল ও আনন্দপূর্ণ করতে সকলের অংশগ্রহণে মঙ্গলজনক কাজই হল ক্রেডিট ইউনিয়ন/ Credit Union ।nm-cartoon-v2-final-in-jpeg-format

দয়ার এই জুবিলী’র পুণ্য বছরে প্রভু যীশুর কন্ঠে কন্ঠ মিলিয়ে পুণ্যপিতা পোপ ফ্রান্সিস আমাদের পরম পিতার মত দয়ালু হওয়ার আহবান জানিয়ে বলেন; “তোমাদের পরম পিতা যেমন দয়ালু, তোমরাও তেমনি দয়ালু হও” (লুক ৬ :৩৬)। পরমেশ্বরে প্রেম, প্রতিবেশী প্রেম ও প্রকৃতি প্রেমের মধ্য দিয়ে নিজের জীবনকে ধন্য করি, হই আশির্বাদিত। নিজদানে সবার অংশগ্রহণে দয়াপূর্ণ ধন্য মানব জীবন।
যীশু বলেন; “আমি তো বলিদান নয়, দয়া চাই” (মথি ৯:১৩)। দয়ালু সামরীয় যে দয়া বিপদগ্রস্থের প্রতি করেছেন (দ্র: লুক ১০:২৫-৩৭) তা তো দয়ার পকেট হিসাবে বিচেচিত হয়েছে। মুখে নয় কাজেই পরিচয় দিয়েছে ভালবাসা কেমন যা পূর্ণ সেবায় প্রমানিত দয়ায় পূর্ণ। দয়ালু সামরীয়ের দয়াই প্রমান করে সৎকর্মহীন বিশ্বাস নিষ্ফল নিষ্প্রাণ (দ্র: যাকোব ২:১৪)।)। আমার ও আপনার ছোট্ট ও ক্ষুদ্র দান’ই পূর্ণতার মহাদান। ছোট্ট ছেলের পাঁচটি রুটি ও দু’টি মাছ (যোহন ৬:১-১২) হাজার মানুষের ক্ষুধার তৃপ্তি; অতিরিক্ত সংগ্রহ ভবিষ্যাতের সঞ্চয়। ঢাকা ক্রেডিটসহ বাংলাদেশের সকল ক্রেডিট ইউনিয়ন মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় ও মন্ডলীর অবদান।

লেখক, প্রাবন্ধিক

আরবি/ আরপি/ আরএসআর

– ৩১ অক্টোবর, ২০১৬